দীর্ঘদিন পর শ্রোতাপ্রিয় গায়ক অর্ণব কনসার্টে গাইলেন। মাতালেন তার গানে গানে সুরে সুরে। ‘হারিয়ে যাইনি তবু’ শিরোনামে অর্ণবের এই কনসার্ট শুক্রবার অনুষ্ঠিত হয় দক্ষিণ এশিয়ার বৃহত্তম শপিংমল যমুনা ফিউচার পার্ক এলাকায়।
অর্ণব তার প্রিয় সব গান গেয়ে দর্শকদের মাতিয়ে রাখেন কয়েক ঘণ্টা।
কনসার্টটি আয়োজন করেছে ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি ‘জারকোনিয়াম’।
রাত ৮টা ২০ মিনিটে অর্ণব স্টেজে আসেন একুস্টিক গিটার হাতে। শুধু গিটার ও খালি গলায় প্রথমেই গেয়ে শোনান ‘এই শহর আমার এই মানুষ আমার।’ গান শেষে করতালি আর উল্লাসে ফেটে পড়েন হাজার হাজার দর্শক-শ্রোতা।
যমুনা ফিউচার পার্কের ভিআইপি কার পার্কিং ও মোটরসাইকেল পার্কিং এলাকাজুড়ে সঙ্গীতপ্রেমী মানুষ উপভোগ করে দ্বিতীয় গান ‘হারিয়ে গিয়েছি এই তো জরুরি খবর।’
এরপর স্টেজে অর্ণবের সঙ্গে গান নিয়ে আসেন তার শান্তিনিকেতনের বন্ধু সুনিধি। দু’জন মিলে একসঙ্গে গেয়ে শোনান ‘এই যে তোমার ওগো হৃদয়ও হরণও।’
এরপর অর্ণব গেয়ে শোনান তার অসম্ভব জনপ্রিয় গান ‘হোক কলরব, ভুলগুলো সব লাল না হয়ে নীল হল ক্যান।’ এরপর অর্ণব তার বন্ধুদের নিয়ে গেয়ে শোনান ‘নেহারবা’। এরপর একে একে গেয়ে শোনান ‘তোমার জন্য’, ‘ভালোবাসা তারপর’সহ বেশ কয়েকটি গান।
আগ্রহী দর্শকরা স্পটে এসে অথবা অনলাইনে জারকোনিয়ামের ওয়েবসাইট থেকে টিকিট সংগ্রহ করেন। দীর্ঘ বিরতির পর অর্ণবের ফিরে আসা নিয়ে দর্শক-তরুণদের মধ্যে ছিল ব্যাপক উচ্ছ্বাস। যমুনা ফিউচার পার্কে নিয়মিত কনসার্ট ও সাংস্কৃতিক অনুষ্ঠানের অংশ হিসেবে এর আয়োজন করা হয়।