নিজস্ব প্রতিবেদক ॥ জলবায়ু পরিবর্তন সংকট মোকাবেলার দাবীতে বরিশাল কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা। বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় বাকেরগঞ্জ সরকারি কলেজের সামনে মহাসড়কে এই বিক্ষোভ করা হয়েছে। এসময় শিক্ষার্থীরা নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিতের দাবী জানিয়েছেন। রোববার সকাল ১০টায় জলবায়ু পরিবর্তনে বিরূপ প্রভাব মোকাবেলা ও উত্তরণে ক্ষতিগ্রস্থ দেশের ন্যায্যতা হিস্যা আদায়ের দাবীতে মানববন্ধন, সমাবেশ ও তিন মিনিট সড়ক অবরোধ করেছে বাকেরগঞ্জের ১৩টি সংগঠনের প্রায় ৫ শতাধিক শিশু ও কিশোর-কিশোরীরা। সংগঠনগুলো হচ্ছে স্বদেশ মিত্তিকা ফাউন্ডেশন, ডিপেন্ডেবল ইয়ুথ সোসাইটি, শালিণ্য, বাংলাদেশ স্কাউট, বিসিএসএম, উদীচী শিল্পীগোষ্ঠী, লাল সবুজ সোসাইটি, সেইন্ট বাংলাদেশ, কেয়ার বাংলাদেশ, ওয়েভ ফাউন্ডেশন, ওক্সফাম বাংলাদেশ ও ইউসেফ।
এসময় বক্তারা বলেন, জলবায়ু সংক্রান্ত সমস্যার সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার সক্ষমতা দিন দিন হারিয়ে ফেলছে কোমলমতি শিশুরা। ফলে ডায়রিয়া, পুষ্টিহীনতা, অন্যান্য প্রাণঘাতী রোগের ঝুঁকি, সামাজিক উন্নয়ন কাজে অংশগ্রহণ এবং শিশুর সুরক্ষা উন্নততর করার প্রচেষ্টা ব্যাহত হয়। যার প্রভাব পরেছে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে। এই কর্মসূচীতে নগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, শিশু, কিশোর-কিশোরী ও এনজিও কর্মীরা উপস্থিত ছিলেন। গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক কমিটির কর্ডিনেটর শাহরিয়ার রিজভী জানান, জলবায়ু পরিবর্তন এখন একটি বড় সমস্যা আমাদের দেশের জন্য। মুলত আমরা সকলে মিলে শিশুর ভবিষ্যৎ নিয়ে ভাবছি। জলবায়ু পরিবর্তনের প্রভাব সব থেকে বেশি পড়ছে শিশুদের উপর। ##