২৭শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, বুধবার

গানেও বাজিমাত মিমির

আপডেট: সেপ্টেম্বর ২৩, ২০১৯

  • ফেইসবুক শেয়ার করুন

অবশেষে প্রকাশিত হলো কলকাতার জনপ্রিয় অভিনেত্রী ও সংসদ সদস্য মিমি চক্রবর্তীর গাওয়া প্রথম গান ‘আনজানা’।

হিন্দি ও ইংরেজি সংমিশ্রণে এ গানটি গেয়েছেন মিমি। শুধু গান গাওয়াই নয়, বাবা যাদবের কোরিওগ্রাফিতে মিউজিক ভিডিওতে মডেলিংয়ে বাজিমাত করেছেন টালিগঞ্জের এ নায়িকা।

মিমি কিছুদিন আগেই নিজের ইউটিউব চ্যানেল লঞ্চ করেন। চ্যানেলের নাম দেন ‘মিমি চক্রবর্তী ক্রিয়েশন’।

নিজেই জানিয়েছিলেন এই ইউটিউব চ্যানেলেই তিনি নিজের গলায় গাওয়া গান প্রকাশ করবেন। যেই কথা, সেই কাজ। ২২ সেপ্টেম্বর ‘মিমি চক্রবর্তী ক্রিয়েশন’ ইউটিউব চ্যানেলে মুক্তি পেল মিমির গাওয়া গান আনজানা।

গানের কথা লিখেছেন রাজীব দত্ত, সুর দিয়েছেন ডাব্বু। আর মিউজিক ভিডিওটিতে কোরিওগ্রাফি করেছেন বাবা যাদব। ‘আনজানা’ গানের এই মিউজিক ভিডিওটি বিদেশে শ্যুট করেছেন মিমি।

সাংসদ ও অভিনেত্রী হিসেবে সবার মন জয় করে এবার নিজেকে গায়িকা হিসেবেও যে নিজেকে প্রতিষ্ঠিত করতে চাইছেন মিমি, তা আর বলার অপেক্ষা রাখে না।

পূজার আগে মুক্তি পাওয়া মিমির এ গানই এবার পূজামণ্ডপ মাতাবে- এমনটাই আশা মিমির ভক্তদের।

তবে এটিই প্রথম নয়, এর আগে ‘মন জানে না’ ছবির জন্য ‘কেন যে তোকে’ গানটিও মিমি গেয়েছিলেন।

সূত্র: জিনিউজ

  • ফেইসবুক শেয়ার করুন
     
Website Design and Developed By Engineer BD Network