আপডেট: সেপ্টেম্বর ২৩, ২০১৯
বাবুগঞ্জ প্রতিনিধি ॥ বাবুগঞ্জে ঢাকা-বরিশাল মহাসড়কের রহমতপুর কৃষি গবেষণা কেন্দ্রে পবেশের নতুন সড়কের মোড়ে মাওয়া থেকে ছেড়ে আসা বি.এম.এফ যাত্রীবাহি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পরে ১ জন নিহত ও ২০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। দূর্ঘটনায় বি.এম.এফ বাসের হেলপার রেদওয়ান (১৯) ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। ফায়ার সার্ভিস এর উদ্ধার র্কর্মী ও এয়ারপোর্ট থানা পুলিশ লাশ উদ্ধার করে বরিশাল মর্গে এবং আহতদের প্রাথমিক চিকিৎসার জন্য শেবাচিম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছেন। ঘটনাস্থল পরিদর্শন করেন এয়ারপোর্ট থানার এসি নাসরিন আক্তার, অফিসার ইনচার্জ জাহিদ বিন আলম। নিহত রেদওয়ান গোপালগঞ্জ জেলার মোকছেদপুর উপজেলার নুর মোহাম্মদ শেখ এর ছেলে। এয়ারপোর্ট থানার ওসি জাহিদ বিন আলম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, দূর্ঘটনায় ক্ষতিগ্রস্থ বাসটিকে উদ্ধার করা হয়েছে এবং এ ব্যপারে থানায় মামলা প্রক্রিয়াধিন রয়েছে।