২৪শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, রবিবার

সংগীতশিল্পী লিজার সফল অস্ত্রোপচার

আপডেট: সেপ্টেম্বর ২৩, ২০১৯

  • ফেইসবুক শেয়ার করুন

সংগীতশিল্পী সানিয়া সুলতানা লিজার পিত্তথলিতে (গলব্লাডার) সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে।

অস্ত্রোপচারের জন্য তাকে রাজধানীর আনোয়ার খান মর্ডান হাসপাতালে ভর্তি করা হয়েছে। অস্ত্রোপচারের পর লিজার জ্ঞান ফিরেছে। তাকে এখন সাধারণ বেডে রাখা হয়েছে। এখন তিনি শঙ্কামুক্ত ।

রোববার রাতে লিজার পিত্তথলিতে (গলব্লাডার) সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন লিজার ছোট ভাই শুভ।

শুভ বলেন, দীর্ঘদিন ধরে লিজা পিত্তথলির সমস্যায় ভুগছিলেন। দিন দিন পাথর বড় হয়ে যাচ্ছিল। তার সফল অস্ত্রোপচার হয়েছে। আপু এখন ভালো আছেন। আমাদের সঙ্গে কথাও বলছেন।

চিকিৎসকেরা জানিয়েছেন, কয়েকদিনের মধ্যে বাসায় ফিরতে পারবেন লিজা।

২০০৮ সালে সংগীতবিষয়ক রিয়্যালিটি শো ‘ক্লোজআপ ওয়ান’র চ্যাম্পিয়ন হন লিজা। তার প্রথম একক অ্যালবাম ‘লিজা পার্ট ওয়ান’ প্রকাশিত হয় ২০১২ সালে।

  • ফেইসবুক শেয়ার করুন
     
Website Design and Developed By Engineer BD Network