• ১১ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২৬শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

ঢাকায় স্বামীর সঙ্গে অভিনেত্রী শ্রাবন্তী

report71
প্রকাশিত সেপ্টেম্বর ২৫, ২০১৯, ০৮:১৭ পূর্বাহ্ণ
ঢাকায় স্বামীর সঙ্গে অভিনেত্রী শ্রাবন্তী

রাজধানীর এফডিসিতে শুরু হয়েছে শামীম আহমেদ পরিচালিত ‘বিক্ষোভ’ ছবির শুটিং। এই ছবির শুটিং করতে ঢাকায় এসেছেন ভারতের বাংলা ছবির অন্যতম জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়।
মঙ্গলবার সকাল থেকে এফডিসিতে শুটিং চলছে।এফডিসির মান্না ডিজিটাল কমপ্লেক্সের সামনের খোলা জায়গায় একটা পুরো মহল্লা তৈরি করা হয়েছে। ছোট ছোট দোকান, রিকশাসহ নানা কিছু রয়েছে। দৃশ্য ধারণের জন্য লাইট-ক্যামেরা প্রস্তুত হচ্ছে।

সেটে আসেন শ্রাবন্তী। তার সঙ্গে আছেন শ্রাবন্তীর স্বামী রোশন সিং। এ সময় দুজন কথা বলতে বলতে হুট করে সামনে রাখা একটা রিকশায় ওঠেন। রিকশা চালানো শুরু করেন রোশন । দৌড়ে গিয়ে রিকশার যাত্রীর আসনে বসেন শ্রাবন্তী। দেখা গেল রিকশায় স্বামী সঙ্গে শ্রাবন্তীর রোমান্স।

শ্রাবন্তীর স্বামী রোশন সিংয়ের কলকাতায় রয়েছে তিনটি জিম। হঠাৎ রিকশাচালক হওয়া প্রসঙ্গে রোশন বলেন, শুনেছি রিকশা বাংলাদেশের ঐতিহ্য। তাই সামনে পেয়েই রিকশা চালানো শুরু করে করলাম। খুব উপভোগ করছি।