২৪শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, রবিবার

নেটদুনিয়া কাঁপালেন কমেডি তারকা সুমনা চক্রবর্তী

আপডেট: সেপ্টেম্বর ২৫, ২০১৯

  • ফেইসবুক শেয়ার করুন

‘দ্য কপিল শর্মা শো’ দিয়ে সবার নজরে আসেন বলিউডের বাঙালি অভিনেত্রী সুমনা চক্রবর্তী। বোল্ড হয়ে ছবি তুলে মাঝেমধ্যেই ছবি প্রকাশ করেন সামাজিক যোগাযোগমাধ্যমে। তিনি যেমন গ্ল্যামারাস, তেমনই তার ফ্যাশন সেন্সও দুর্দান্ত। ইন্সটাগ্রামে তার ফলোয়ারের সংখ্যা সাত লাখ ৪০ হাজার। অভিনয় জগতের ছবি ছাড়াও নিজের ব্যক্তিগত জীবনের ছবিও তিনি ভক্তদের সঙ্গে শেয়ার করেন। ১০ বছর বয়সে শিশুশিল্পী হিসেবে তিনি কাজ শুরু করেন। তার বিপরীতে ছিলেন আমির খান এবং মণীষা কৈরালা। একাধিক জনপ্রিয় হিন্দি সিরিয়ালেও কাজ করেছেন সুমনা। তাকে দেখা গেছে ‘বরফি’, ‘কিক’, ‘ফির সে’-এর মতো ছবিতে অভিনয় করতেও। এবার ব্যাপক খোলামেলা হয়ে আলোচনায় আসলেন এ কমেডি তারকা। সম্প্রতি নিজের ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে বিকিনি পরা ছবি শেয়ার করেন তিনি। আর তার পর পরই ভয়ঙ্করভাবে ট্রোলড হন। থাইল্যান্ডে ছুটি কাটাচ্ছেন সুমনা। সেখানে বিচ থেকেই ছবিটি শেয়ার করেছেন তিনি। একটি ছবি শেয়ার করেছেন। আর সেই ছবি দেখে ভক্তরা তাকে শালীনতা রক্ষার কথা বলেন। এমনকি পুনম পা-ের সঙ্গেও তুলনা করেন। অনেকেই আবার বলেন, খুল্লাম খুল্লা নিজের শরীর দেখানোর জন্যই এমন সব পোশাক পরছেন অভিনেত্রী। আর তিনি যা করছেন, সেটা একেবারেই ভুল।

  • ফেইসবুক শেয়ার করুন
     
Website Design and Developed By Engineer BD Network