জনপ্রিয় অভিনেতা শাকিব খানের একমাত্র ছেলে আব্রাম খান জয়ের জন্মদিন আজ। জন্মদিনে ছেলের সঙ্গে দেখা করেছেন শাকিব খান। পুত্রের গালে চুমু খেয়ে কক্সবাজারে উদ্দেশ্যে উড়াল দিয়েছেন তিনি।
শুক্রবার শাকিব খান ও অপু বিশ্বাসের একমাত্র পুত্র আব্রাম খান জয় তিন বছরে পা দিয়েছে।
জানা গেছে, জন্মদিনে ছেলেকে দেখতে কেক ও উপহার নিয়ে অপু বিশ্বাসের বাসায় হাজির হয়েছিলেন শাকিব। বাবাকে দেখেই জড়িয়ে ধরে জয়।কিছুক্ষণ বাবা-ছেলের খুনসুটি চলে।এ সময় বাবার গাড়িতে বসে কিছুক্ষণ কাটানোর পর পুত্রের গালে চুমু খেয়ে বিদায় নেন শাকিব
শাকিব খান বলেন, জন্মদিনে ছেলের সঙ্গে সময় কাটানোর ইচ্ছে থাকলেও শুটিংয়ের কারণে তা হয়ে উঠলো না। জন্মদিনে একটা সুন্দর অনুষ্ঠান করার ইচ্ছাও ছিলেন বলেও জানান তিনি।
২৭ সেপ্টেম্বর থেকে বেশ কয়েকদিন কক্সবাজারে ‘আগুন’ ছবির শুটিং করবেন তিনি।ছবিটির শেষ অংশের কাজ চলছে।বদিউল আলম খোকন পরিচালিত ‘আগুন’ ছবিতে শাকিব খানের বিপরীতে দেখা যাবে নবাগত জাহরা মিতুকে।