• ১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

পূজার বাজারে মমতার গানের অ্যালবাম

report71
প্রকাশিত সেপ্টেম্বর ২৮, ২০১৯, ০৬:৩৮ পূর্বাহ্ণ
পূজার বাজারে মমতার গানের অ্যালবাম

দুর্গাপূজার আর সাত দিন বাকি। পশ্চিমবঙ্গের পূজার এই রমরমা বাজারেই মুক্তি পাচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির গানের অ্যালবাম ‘মাটি’।

অ্যালবামের সাতটি গানেরই কথা ও সুর তার নিজের। গেয়েছেনও রাজ্যের সাত বিখ্যাত শিল্পী।

শনিবার মহালয়া তিথিতেই এবার রাজ্যবাসীকে এই বড় চমক দিচ্ছেন মমতা। শনিবার বিকালে কলকাতার নজরুল মঞ্চে মমতার উপস্থিতিতেই অ্যালবামের আনুষ্ঠানিক মুক্তি হবে।

বিশিষ্ট শিল্পী মনোময় ভট্টাচার্য মুখ্যমন্ত্রীর লেখা গান আগেও গেয়েছেন। তবে এ বারের গানটি গেয়ে তিনি আরও বেশি তৃপ্তি পেয়েছেন বলে জানালেন। তার গাওয়া গানটির কথা এই রকম, ‘মা গো তোমার ভালোবাসায়’।

গত সপ্তাহেই রেকর্ড করা হয়েছে গানটি। মনোময় বললেন, আমি যে গানটি গেয়েছি সেটা মা দুর্গাকে নিয়ে।

কথা, সুর এবং মিউজিক অ্যারেঞ্জমেন্ট সবটাই খুব সুন্দর। দিদির কথা ও সুরে আগেও গান গেয়েছি। টাইমস অব ইন্ডিয়া।