১৫ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, রবিবার

শিরোনাম
রংপুরে গুলিবিদ্ধ শিক্ষার্থী তাহির হত্যা মামলায় শেখ হাসিনা-কাদেরসহ ৭৫ জনের নামে মামলা শেখ হাসিনা দুর্নীতি করে দেশের সব প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে সরকারী কর্মকর্তা ও কর্মচারীদের নামে দূর্নীতির অভিযোগ উঠায় দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে-গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী বঙ্গবন্ধুর সমাধিতে বাংলাদেশ সেনাবাহিনী প্রধানের শ্রদ্ধা গোপালগঞ্জে আওয়ামী লীগের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত শেখ হাসিনার হাত ধরে বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল-আ.লীগ নেতৃবৃন্দ টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে তিন সচিবের শ্রদ্ধা আশুলিয়ায় নারী পোশাক শ্রমিককে শ্বাসরোধ করে হত্যা, গ্রেপ্তার ১ । হু হু করে বাড়ছে তিস্তার পানি নদীপাড়ে আতঙ্ক বিরাজ সাবেক আইজিপি বেনজীর আহমেদের সাভানা পার্ক পরিদর্শনে দুদক প্রতিনিধি দল, সাংবাদিকদের বাঁধা পার্ক কর্তৃপক্ষের

বরিশালের সন্তান পুনমের গান কোলকাতার সিনেমায়

আপডেট: সেপ্টেম্বর ২৮, ২০১৯

  • ফেইসবুক শেয়ার করুন

তরুন কন্ঠ শিল্পী পুনম মিত্র’র খাঁচার ভিতর অচিন পাখি”

কোলকাতার জনপ্রিয় প্রোডাকশন হাউজ এস কে মিউজিক (Eskay Music) এর ব্যানারে প্রকাশিত হচ্ছে বাংলাদেশের তরুন কন্ঠ শিল্পী পুনম মিত্র’র “খাঁচার ভিতর অচিন পাখি” গানটি লিখেছেন সৌরভ মালাকর এবং সুর করেছেন শুভদ্বীপ মজুমদার ও জিষ্ণু সেন গুপ্ত।

পুনম মিত্র’র জন্ম বরগুনা জেলার পাথরঘাটা উপজেলায়। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সংঙ্গীত বিভাগে অধ্যায়নরত অবস্থায় আইসিসিআর (ICCR) স্কলারশিপ পেয়ে ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে শাস্ত্রীয় সংগীত এবং রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে লোক সংগীতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি কলকাতার জনপ্রিয় টিভি শো অাকাশ ৮ চ্যানেলের সুপাস্টার, একজন অন্যতম শিল্পী হিসেবে বেশ সুনাম কুড়িয়েছেন। এছাড়াও তিনি তারা টিভিতে অাজ সকালের আমন্ত্রণে এবং ডিডি বাংলা সহ নিয়মিত অনুষ্ঠানের পরিচিত মুখ।

গানটি সম্পর্কে জানতে চাইলে কন্ঠ শিল্পী পুনম মিত্র বলেন, এস কে (Eskay Music) এর সাথে কাজ করা অামার জন্য খুবই সৌভাগ্যের ব্যাপার। অামি অামার সাধ্যমত চেষ্টা করেছি বাকিটা শ্রোতাদের হাতে,অাশা করি গানটি শ্রোতাদের অনেক ভালো লাগবে।

সংগীত পরিচালক শুভদ্বীপ মজুমদার বলেন গানটি নিয়ে আমরা ভীষনই আশাবাদী একটু ভিন্ন আঙ্গিকের চিন্তা ভাবনা নিয়ে গানটি তৈরী,শ্রোতারা ভালোবাসলে অামাদের পরিশ্রম সার্থক হবে। শুভদ্বীপ মজুমদার জানান গানটি এস কে মিউজিক (Eskay Music) এর অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে অাজই প্রকাশ হতে যাচ্ছে। শ্রোতাদের গানটি শোনার জন্য এস কে মিউজিকের চ্যানেলটি ভিজিট করার জন্য অনুরোধ জানান।

Khachar Bhitor Achin Pakhi | Full Song |

  • ফেইসবুক শেয়ার করুন
     
Website Design and Developed By Engineer BD Network