• ২৫শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

বরিশালে মহালয়ায় মানুষের ঢল

report71
প্রকাশিত সেপ্টেম্বর ২৮, ২০১৯, ০৭:১৩ পূর্বাহ্ণ
বরিশালে মহালয়ায় মানুষের ঢল

নানা আয়োজনে বরিশালে শারদীয় দুর্গোৎসবের মহালয়া অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল সাড়ে ৬টায় নগরীর স্ব রোডের শ্র শী রাঁধা গোবিন্দ নিবাস মন্দির চত্ত্বরে এই মহালয়া অনুষ্ঠিত হয়। হিন্দু ধর্মাবলম্বী কয়েক শ’ নারী-পুরুষ এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে ধর্মীয় গান, নাচ ও নাটক মঞ্চস্থ করা হয়।

২০১৮ সাল থেকে অগ্রগামী যুব সংঘ নামে একটি সংগঠন মহালয়া অনুষ্ঠানের আয়োজন করে আসছে। এবার দ্বিতীয়বারের মতো এই অনুষ্ঠান অনুষ্ঠিত হলো।
হিন্দু শাস্ত্র মতে দেবী পক্ষের সূচনায় মহালয়া অমাবশ্যা ও দুর্গাপূজার একটা যোগাযোগ রয়েছে। এরই অংশ হিসেবে গতকাল সকালে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।