• ৬ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২১শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

অভিনেত্রী বুবলি শৈশব, ব্যক্তিজীবন, ক্যারিয়ার জীবন

report71
প্রকাশিত সেপ্টেম্বর ৩০, ২০১৯, ১৭:৪৪ অপরাহ্ণ
অভিনেত্রী বুবলি শৈশব, ব্যক্তিজীবন, ক্যারিয়ার জীবন

পুরো নামঃ  শবনম ইয়াসমিন বুবলি

ডাক নামঃ  বুবলি

জন্মস্থানঃ  বাংলাদেশের নোয়াখালী জেলার সোনাইমুড়ি

জন্মতারিখঃ  ১৯৮৮ সালে ২৮ সেপ্টেম্বর

জাতীয়তাঃ  বাংলাদেশি

ধর্মঃ  মুসলিম

31157009_130387077820430_8172627606651273216_n

শবনম বুবলি একজন বাংলাদেশী নবাগত চলচ্চিত্র অভিনেত্রী। তিনি বাংলাভিশন টিভিতে সংবাদ পাঠিকা। টেলিভিশনের পর্দায় তার সুদর্শন চেহারা তাকে ফিল্ম ইন্ডাস্ট্রিতে ক্যারিয়ার গড়তে সহায়তা করে। বসগিরি  সিনেমার মাধ্যমে তার চলচ্চিত্র  জগতে প্রথম প্রবেশ। শাকিব খানের বিপরীতে এই সিনেমায় অভিনেত্রী অপু বিশ্বাসকে সরিয়ে শবনম বুবলী বেছে নেন একজন পরিচালক।

শবনম বুবলির শৈশব জীবন (Shobnom Bubly’s Early Life):

29095395_153926191952244_511421933691076608_n

 

বয়সঃ  ৩০ বছর

শিক্ষাগত যোগ্যতাঃ  এম.বি.এ

শহরঃ  ঢাকা, বাংলাদেশ

বিদ্যালয়ঃ  জানা যায়নি

কলেজঃ  ঢাকা বিশ্ববিদ্যালয়

বাবার নামঃ  জানা যায়নি

মায়ের নামঃ  জানা যায়নি

বোনঃ  নাজনীন মিমি, শারমিন সুইটি

25007452_1743017135756103_3864159755266162688_n

 

১৯৮৮ সালে ২৮ সেপ্টেম্বর  শবনম বুবলি বাংলাদেশের নোয়াখালী জেলার সোনাইমুড়িতে জন্মগ্রহণ করেছিলেন। তিনি অর্থনীতি নিয়ে স্নাতক পাস করে। ব্যারিস্টার হওয়ার আকাঙ্ক্ষা অবশেষে দুই বছরের এলএলবি পড়েন,তবে কোর্সটি সম্পূর্ণ করতে পারেননি। এবং পরে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এম.বি.এ করেন।

তারা চার ভাই বোন। তার মধ্যে শবনম বুবলি তৃতীয়। তার বড় বোনের নাম নাজনীন মিমি। তিনি একজন সঙ্গীতশিল্পী। আর মেজবোন শারমিন সুইটি। তিনি বেসরকারী চ্যানেলের সংবাদ পাঠিকা। বড় বোনের দ্বারা অনুপ্রাণিত হয়ে তিনি বাংলাভিশন টেলিভিশন চ্যানেলে নিউজ উপস্থাপকের হয়ে অডিশন দিয়েছিলেন এবং ২০১৩ সালে নিউজ অ্যাঙ্কর হিসাবে নির্বাচিত হয়েছিলেন। তাঁর সুন্দর চেহারার বডি ল্যাঙ্গুয়েজ খুব সহজেই সবাইকে মোহিত করে। তবে তিনি ফিল্ম ইন্ডাস্ট্রিতে আসার আগে নাচ এবং অভিনয় করেননি।

 

শবনম বুবলির ক্যারিয়ার জীবন (Shobnom Bubly’s Career Life):

24327469_385838741873284_4547671412076183552_n

 

পেশাঃ অভিনেত্রী, নিউজ

ডেবিউঃ  বসগিরি

20635234_337730859989283_2919601742846885888_n

 

বাংলাদেশি হার্টথ্রব অভিনেতা শাকিব খান তার প্রোডাকশন হাউজের জন্য নতুন মুখের সন্ধান করছিলেন। সংবাদ উপস্থাপক বুবলি অভিনেতার চোখে পড়েন এবং শাকিব খান তাকে সিনেমার জন্য প্রস্তাব করেছিলেন। তবে তার পরিবার তাকে চলচ্চিত্র জগতে কাজ করতে দিতে চাননি। তাই শাকিব খান তাকে ভাবার জন্য সময় দিয়েছিলেন।

তবে তারই মধ্যে ২০১৬ সালে বসগিরি চলচ্চিত্রের জন্য পরিচালক  শামীম আহমেদ রনি  শামীম  শবনম বুবলিকে প্রস্তাব দেন এবং অভিনেত্রী সেই প্রস্তাবে রাজি হয়ে যান। প্রথমে এই সিনেমার জন্য অপু বিশ্বাসকে নির্বাচন করা হলে পরে তার জায়গায় শবনম বুবলিকে নির্বাচন করা হয়। বসগিরি সিনেমা দিয়ে এই ডেবিউ করেন।

14360126_180103885730933_1481660140_n

 

বসগিরি চলাকালীন তিনি আরও একটি ছবির শুটারে অভিনয় করার অফার পান। শুটার ছবিটি পরিচালনা করেছিলেন  রাজু চৌধুরী এবং তার বিপরীতে শাকিব খানকে দেখা যায়। সিনেমায় শাবনাম বুবলি তার দুর্দান্ত অভিনয় দেখিয়েছিলেন, যদিও অভিনয় ও নাচ তার আগে জানা ছিল না।

 

মা  সিনেমায় অপু বিশ্বাসের পরিবর্তে পরিচালক তাকে বেছে নিয়েছেন। কারণ পরিচালক মনে করেছিলেন এই ছবির জন্য  শাকিব খানের বিপরীতে অপু বিশ্বাসের পরিবর্তে শবনম বুবলি আরও ভালো অপশন। তিনি এই চলচ্চিত্রে সুযোগ খুশি হয়েছিলেন।

18947852_1380255125384194_9141171950561787904_n

এরপর একের পর এক ভালো ভালো ছবি দর্শকদের উপহার দিয়েছেন। ২০১৭ থেকে ২০১৯ সাল পর্যন্ত অভিনেত্রী শবনম বুবলি মুক্তিপ্রাপ্ত ছবি হল রংবাজ, অহংকার, চিটাগাইঙ্গা পোয়া নোয়াখাইল্যা মাইয়া, সুপার হিরো, ক্যাপ্টেন খান, পাসওয়ার্ড, মনের মতো মানুষ পাইলাম না ইত্যাদি। এখন তিনি বাংলাদেশী চলচ্চিত্র জগতের অন্যতম জনপ্রিয় এবং প্রতিষ্ঠিত শীর্ষস্থানীয় অভিনেত্রী।

 

শবনম বুবলির ব্যক্তিগত জীবন ((Shobnom Bubly’s Personal Life):

22278255_523705044658275_2350297071778529280_n

 

উচ্চতাঃ  ৫ ফুট ৩ ইঞ্চ

ওজনঃ  ৫০ কেজি

দেহের পরিমাপঃ  ৩৪-২৪-৩৪ ইঞ্চ

চুলের রঙঃ  কালো

চোখের রঙঃ  কালো

শখঃ জানা যায়নি

প্রিয় খাবারঃ  জানা যায়নি

প্রিয় অভিনেতাঃ জানা যায়নি

প্রিয় অভিনেত্রীঃ জানা যায়নি

প্রিয় খেলাঃ জানা যায়নি

প্রিয় রঙঃ  জানা যায়নি

প্রিয়  ভ্রমণস্থানঃ  জানা যায়নি

24332476_1993126057595995_1085294259529056256_n

 

সম্প্রীতি নিউজ পোর্টালে গুজব শোনা যায় যে শাকিব খানের সঙ্গে শবনম বুবলির সম্পর্ক রয়েছে। এই গুজব শোনার পর থেকে অভিনেত্রী ক্ষুব্ধ  হয়ে যান। এবং তিনি একটি অনলাইন নিউজ পোর্টালে জানিয়েছেন যে যে আমি যদি বিয়ে করি তবে প্রথমে মিডিয়া জানতে পারবে

 

পুরস্কার (Awards):

18011748_1319717318148340_6693642316759957504_n

 

  • ২০১৬ শ্রেষ্ঠ নবীন অভিনয়শিল্পী মেরিল প্রথম আলো পুরস্কার (বসগিরি)।

 

সচরাচর জিজ্ঞাস্য প্রশ্ন উত্তরঃ

প্রঃ শবনম বুবলি জন্মদিন কবে?

উঃ শবনম বুবলি জন্মদিন ২৮ সেপ্টেম্বর।

প্রঃ শবনম বুবলি কোথায় জন্মগ্রহণ করেন?

উঃ শবনম বুবলি বাংলাদেশের নোয়াখালী জেলার সোনাইমুড়িতে জন্মগ্রহণ করেন।

প্রঃ শবনম বুবলির প্রথম সিনেমা কি?

উঃ শবনম বুবলির প্রথম সিনেমা বসগিরি (২০১৬)।

প্রঃ শবনম বুবলির বাংলাদেশের কোথায় থাকে?

উঃ শবনম বুবলির বাংলাদেশের ঢাকায় থাকে।

প্রঃ শবনম বুবলির বয়ফ্রেন্ড কে?

উঃ গুজবে শোনা যায় তার অভিনেতা শাকিব খানের সঙ্গে সম্পর্ক রয়ছে।