ঢাকার সদরঘাট টার্মিনালে যাত্রী প্রবেশে টিকিটের মূল্য দ্বিগুণ করেছে বিআইডব্লিউটিএ। এতে টিকিটের মূল্য পাঁচ টাকা থেকে বাড়িয়ে ১০ টাকা করা হয়েছে। আগামীকাল (মঙ্গলবার) থেকে এটি কার্যকর করা হবে বলে জানা গেছে।
সোমবার বিষয়টি নিশ্চিত করেছে বিআইডব্লিউটিএর চেয়ারম্যান কমডোর এম মাহবুব উল ইসলাম।
নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেন, যাত্রীসেবা বাড়ানোর লক্ষ্যে অনেকগুলো সভা করে চুলচেরা বিশ্লেষণের পর টিকেটের দাম বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে।
১০ টাকার মধ্যে দুই টাকা যাত্রী কল্যাণ তহবিলে জমা হবে এবং বাকি টাকা টার্মিনাল রক্ষণাবেক্ষণসহ অন্যান্য সেবামূলক কাজে ব্যয় করা হবে।
নৌ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান, সারাদেশে ৩২টি নদীবন্দর থাকলেও ২৮টি নদী বন্দর চালু রয়েছে।