বরিশালের সন্তান শাহরিয়ার রাফাতের নতুন গান (ভিডিওসহ)
report71
প্রকাশিত সেপ্টেম্বর ৩০, ২০১৯, ১৩:৫৮ অপরাহ্ণ
বর্তমান সময়ের অন্যতম ব্যস্ত ও জনপ্রিয় সঙ্গীতশিল্পী শাহরিয়ার রাফাত। প্রথমবারের মতো এই শিল্পী হাজির হলেন গীতিকার রাজীব আহমেদের লেখা গান নিয়ে। গেল বৃহস্পতিবার রাত আটটায় রাফাতের নিজস্ব চ্যানেলে গানটি মুক্তি পেয়েছে।
এ গানের শিরোনাম ‘তোমায় নিয়ে বৃষ্টিতে ভিজবো’। অঙ্কুর মাহমুদের সুরে গানটির সংগীতায়োজন করেছেন শাহরিয়ার রাফাত নিজেই।
‘পাগলা হাওয়া’, ‘কুসুম কুসুম প্রেম’, ‘রাখিনি আমায় কেউ’, ‘নদীর বুকে চাঁদ’, ‘ও আমার সখী’, ‘এক আকাশের তারা’র মতো জনপ্রিয় গানের গীতিকার রাজীব আহমেদ। বহুদিন পর গান লিখলেন তিনি। তিনি বলেন, ‘রাফাতের জন্য একটি গানের পরিকল্পনা অনেকদিনের। হবে হবে করেও হচ্ছিলো না। অবশেষে আমাদের একটি গান হলো। এখন পর্যন্ত ভালো সাড়া পাচ্ছি গানটির জন্য।’
গায়ক শাহরিয়ার রাফাত বলেন, ‘সুফি গান গেয়েই মূলত আমার আলোচনায় আসা। এরপর বেশ কিছু চলচ্চিত্রেও গান করা হয়েছে। তবে নতুন যে গানটি এর আমেজটা ভিন্ন। একটু জ্যাজ ফিউশনের গান এটি। শ্রোতারা গানটি শুনছেন, ভালো বলছেন এটা আনন্দের।’
তিনি আরও বলেন, ‘আমি ভীষণ আনন্দিত যে অনেকদিন পর একটা ভালো লিরিকের গান করতে পেরেছি। রাজীব আহমেদের মতো একজন জনপ্রিয় গীতিকারের কথায় গাইতে পেরে উচ্ছ্বসিত। আর অংকুর মাহমুদ তো অসাধারন সুর করেন। আমি আশাবাদী গানটি সবার মধ্যে ছড়িয়ে পড়বে।’
এখন পর্যন্ত সঙ্গীত পরিচালক হিসেবে অন্তত ১০টি চলচ্চিত্রে কাজ করেছেন শাহরিয়ার রাফাত। গেয়েছেন ২৫টির মতো গান। প্রায় সবগুলো গানই পেয়েছে জনপ্রিয়তা।