আপডেট: সেপ্টেম্বর ৩০, ২০১৯
নিজস্ব প্রতিবেদক ॥ নগরীতে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও বিএনপি সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে দলয়ি কার্যালয়ে বরিশাল মহানগর ছাত্রদলের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত বিএনপির যুগ্ম মহাসচিব ও বরিশাল মহানগর বিএনপির সভাপতি এ্যাড. মজিবর রহমান সরোয়ার। মহানগর ছাত্রদলের সভাপতি রেজাউল করিম রনি এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিয়াউদ্দিন সিকদার, সহ সাধারণ সম্পাদক আনোয়ারুল হক তারিন, স্বেচ্ছা সেবক দলের সভাপতি মাহাবুবুর রহমান পিন্টুসহ ছাত্রদলের নেত্রবৃন্দ। পরে বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।