আপডেট: অক্টোবর ১, ২০১৯
জাতীয় কৃমি নিয়ন্ত্রন সপ্তাহ ১-৭ অক্টোবর-২০১৯ইং উদযাপনের লক্ষ্যে প্রাথমিক এবং মাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থীদের স্কুল গামী/স্কুল বর্হিভূত সকল শিশুদের “ক্ষুদে ডাক্তারদের” মাধ্যমে কৃমি নাশক ট্যাবলেট সেবনের কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠান- প্রধান অতিথি জনাব্ এস এম অজিয়র রহমান-জেলা প্রশাসক, বরিশাল। সভাপতি- জনাব্ ডাঃ মোঃ মনোয়ার হোসেন-সিভিল সার্জন্ বরিশাল। অারো উপস্থিত ছিলেন মাধবী রায়-উপজেলা নির্বাহী অফিসার, জনাব্ ডাঃ মোঃ মনিরুজ্জামান শাহীন- উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা বাকেরগঞ্জ উপজেলা। স্থানঃ ১১৬নং অাউলিয়াপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়। ইউনিয়নঃ রঙ্গশ্রী ।
বাকেরগঞ্জ,বরিশাল। সেইভ দ্য চিলড্রেনের অার্থিক ও কারিগরী সহযোগীতায় এবং সেইন্ট বাংলাদেশের বাস্তবায়নে “শিশুদের জন্য কর্মসূচি” প্রকল্পে “ক্ষুদে ডাক্তারদের” নিয়ে কাজ করছে।