আপডেট: অক্টোবর ১, ২০১৯
পটুয়াখালীর দুমকিতে বিদ্যুৎপৃষ্ট হয়ে রিয়াদুল ইসলাম (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল ৭টার দিকে উপজেলা সংলগ্ন পশ্চিম পাশের শ্রীরামপুর গ্রামে এ ঘটনা ঘটে।
জানা গেছে, সকালে নির্মানাধীন নিজস্ব বসত ঘরের কাজ করতে পানি সঞ্চালনের জন্য ব্যবহৃত পাম্পের সংযোগ দিতে গিয়ে আমীর হোসেনের ছেলে রিয়াদুল ইসলাম বিদ্যুৎপৃষ্ট হয়। পরে তাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে দুমকি থানার ওসি মো. মনিরুজ্জামান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।