• ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

পটুয়াখালীর দুমকিতে বিদ্যুৎপৃষ্ট যুবকের মৃত্যু

report71
প্রকাশিত অক্টোবর ১, ২০১৯, ০৬:২০ পূর্বাহ্ণ
পটুয়াখালীর দুমকিতে বিদ্যুৎপৃষ্ট যুবকের মৃত্যু

পটুয়াখালীর দুমকিতে বিদ্যুৎপৃষ্ট হয়ে রিয়াদুল ইসলাম (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল ৭টার দিকে উপজেলা সংলগ্ন পশ্চিম পাশের শ্রীরামপুর গ্রামে এ ঘটনা ঘটে।

জানা গেছে, সকালে নির্মানাধীন নিজস্ব বসত ঘরের কাজ করতে পানি সঞ্চালনের জন্য ব্যবহৃত পাম্পের সংযোগ দিতে গিয়ে আমীর হোসেনের ছেলে রিয়াদুল ইসলাম বিদ্যুৎপৃষ্ট হয়। পরে তাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে দুমকি থানার ওসি মো. মনিরুজ্জামান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।