• ১১ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২৬শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

বরিশালে মেয়াদউত্তীর্ণ আইসক্রিম বিক্রির দায়ে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

report71
প্রকাশিত অক্টোবর ১, ২০১৯, ১৭:৩৩ অপরাহ্ণ
বরিশালে মেয়াদউত্তীর্ণ আইসক্রিম বিক্রির দায়ে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

বরিশালে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে বিভিন্ন অনিয়মের অভিযোগে দুই ব্যবসা প্রতিষ্ঠানকে ১২ হাজার টাকা জরিমানা করেছে।

মঙ্গলবার (১ অক্টোবর) বিকেলে নগরীর কাশীপুর ও চৌমাথা এলাকায় পৃথকভাবে এই অভিযান চালানো হয়।

কাশীপুর এলাকার সিকদার সুইটে খোলামেলা ও অপরিচ্ছন্ন পরিবেশে মিষ্টি ও দধি পাওয়ায় এবং দধি তৈরির উপকরণে ডেট না থাকায় এই প্রতিষ্ঠানের মালিককে ৭ হাজার টাকা জরিমানা করা হয়। অপরদিকে নগরীর চৌমাথা এলাকার ভাই ভাই ষ্টোরে মেয়াদউত্তীর্ণ আইসক্রিম ও প্রসাধনী সামগ্রী পাওয়ায় এই প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

বরিশাল জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাসেল ইকবাল ও ফারজানা আক্তার র‌্যাব-৮ এর সহায়তায় এই অভিযান পরিচালনা করেন।