২৪শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, রবিবার

বরিশালে মেয়াদউত্তীর্ণ আইসক্রিম বিক্রির দায়ে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

আপডেট: অক্টোবর ১, ২০১৯

  • ফেইসবুক শেয়ার করুন

বরিশালে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে বিভিন্ন অনিয়মের অভিযোগে দুই ব্যবসা প্রতিষ্ঠানকে ১২ হাজার টাকা জরিমানা করেছে।

মঙ্গলবার (১ অক্টোবর) বিকেলে নগরীর কাশীপুর ও চৌমাথা এলাকায় পৃথকভাবে এই অভিযান চালানো হয়।

কাশীপুর এলাকার সিকদার সুইটে খোলামেলা ও অপরিচ্ছন্ন পরিবেশে মিষ্টি ও দধি পাওয়ায় এবং দধি তৈরির উপকরণে ডেট না থাকায় এই প্রতিষ্ঠানের মালিককে ৭ হাজার টাকা জরিমানা করা হয়। অপরদিকে নগরীর চৌমাথা এলাকার ভাই ভাই ষ্টোরে মেয়াদউত্তীর্ণ আইসক্রিম ও প্রসাধনী সামগ্রী পাওয়ায় এই প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

বরিশাল জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাসেল ইকবাল ও ফারজানা আক্তার র‌্যাব-৮ এর সহায়তায় এই অভিযান পরিচালনা করেন।

  • ফেইসবুক শেয়ার করুন
     
Website Design and Developed By Engineer BD Network