• ১৫ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৩০শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

বরিশালে ভেজাল মধু বিক্রেতার বিরুদ্ধে সিটি করপোরেশনের মামলা

report71
প্রকাশিত অক্টোবর ২, ২০১৯, ১৭:৩৩ অপরাহ্ণ
বরিশালে ভেজাল মধু বিক্রেতার বিরুদ্ধে সিটি করপোরেশনের মামলা

বিক্রির জন্য সংরক্ষণ করা মধু মানসম্মত না হওয়ায় এক ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা করেছে বরিশাল সিটি করপোরেশন।

বুধবার দুপুরে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এই মামলা দায়ের করেন সিটি করপোরেশনের স্যানিটারী ইন্সপেক্টর সৈয়দ এনামুল হক।
মামলায় নগরীর ১৫ নম্বর ওয়ার্ডের এমএ জলিল সড়কের মনসুর কোয়ার্টার এলাকার মীম মধু ঘরের স্বত্তাধিকারী মো. আনোয়ার হোসেনকে বিবাদী করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে বাদী পক্ষের আইনজীবী মঞ্জুয়ারা গিয়াস বলেন, গত ২০ জুন নগরীর ১৫ নম্বর ওয়ার্ডের এমএ জলিল সড়কের মনসুর কোয়ার্টার এলাকায় মীম মধু ঘর থেকে মধুর নমুনা সংগ্রহ করেন মামলার বাদী বিসিসি’র স্যানিটারী ইন্সপেক্টর সৈয়দ এনামুল হক। পরবর্তীতে যথাযথভাবে পরীক্ষার জন্য জনস্বাস্থ্য ইনস্টিটিউটের পাবলিক হেলথ ল্যাবরোটরিতে পাঠানো হয়। সেখান থেকে পরীক্ষার প্রতিবেদনে ওই মধু মানসম্পন্ন নয় বলে উল্লেখ করা হয়।
মামলা দায়েরের পর আদালতের বিচারক বিবাদীর বিরুদ্ধে সমন জারির আদেশ দেন বলে জানান বিসিসি’র জনসংযোগ কর্মকর্তা বেলায়েত বাবলু।