৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, রবিবার

শিরোনাম
রংপুরে গুলিবিদ্ধ শিক্ষার্থী তাহির হত্যা মামলায় শেখ হাসিনা-কাদেরসহ ৭৫ জনের নামে মামলা শেখ হাসিনা দুর্নীতি করে দেশের সব প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে সরকারী কর্মকর্তা ও কর্মচারীদের নামে দূর্নীতির অভিযোগ উঠায় দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে-গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী বঙ্গবন্ধুর সমাধিতে বাংলাদেশ সেনাবাহিনী প্রধানের শ্রদ্ধা গোপালগঞ্জে আওয়ামী লীগের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত শেখ হাসিনার হাত ধরে বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল-আ.লীগ নেতৃবৃন্দ টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে তিন সচিবের শ্রদ্ধা আশুলিয়ায় নারী পোশাক শ্রমিককে শ্বাসরোধ করে হত্যা, গ্রেপ্তার ১ । হু হু করে বাড়ছে তিস্তার পানি নদীপাড়ে আতঙ্ক বিরাজ সাবেক আইজিপি বেনজীর আহমেদের সাভানা পার্ক পরিদর্শনে দুদক প্রতিনিধি দল, সাংবাদিকদের বাঁধা পার্ক কর্তৃপক্ষের

মানামী লঞ্চের সুপারভাইজার সহ ৪ জনের বিরুদ্ধে মামলা

আপডেট: অক্টোবর ২, ২০১৯

  • ফেইসবুক শেয়ার করুন
যাত্রীর ওপর হামলার ঘটনায়

বরিশাল ঢাকা নৌ চলাচল এম ভি মানামী লঞ্চে সুপারভাইজার সহ লঞ্চ স্টাফদের অমানুষিক নির্যাতনের হামলায় গুরুতর আহত হয়েছে সাদ্দাম নামে এক যাত্রী । যাত্রীকে মারধরের অভিযোগে গত মঙ্গলবার‌ ‌‌‌১লা অক্টোবর এমভি মানামি লঞ্চের সুপার ভাইজারসহ ৪ জনের বিরুদ্ধে বরিশাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে
মামলা করা হয়।
আদালতের বিচারক মো. করিব উদ্দিন প্রামানিক মামলাটি বরিশাল নদী বন্দরের বিআইডব্লিউটিএ’র উপ-পরিচালককে তদন্ত শেষে প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দেন।

মামলায় অভিযুক্তরা হলেন, এমভি মানামি লঞ্চের সুপারভাইজার শাহ জাহান, খালাশি আক্তার হোসেন ও আনসার গার্ড কাওসার এবং ফাইজুল আলম। আদালত সূত্র জানাযায়, বাদী সাদ্দাম হোসেন বিএম কলেজ থেকে মাস্টার্স ফাইনাল পরীক্ষা অধ্যায়নরত।
গত ২৫ সেপ্টেম্বর ঢাকা যাওয়ার জন্য সাদ্দাম গ্রামের বাড়ি ভোলা থেকে বরিশাল আসেন ।

এমভি মানামি লঞ্চে ঢাকা যাওয়ার উদ্দেশে সকাল ৯টায় কেবিনের টিকিট কাটার জন্য কেরানি রুমে যায়। এসময় লঞ্চের সুপারভাইজার শাহজাহান কে কেবিন আছে কিনা জিজ্ঞেস করলে নাই বলে জানান। সাদ্দাম কেবিনের জন্য বিনয় ভাবে খুব অনুরোধ করার পর সুপার বাজার শাহজাহান অশালীন আচরণ করেন। ওই যাত্রী শাজাহানের আচরণ নিয়ে জিজ্ঞেস করলে ক্ষিপ্ত হয়ে যায়। এবং যাত্রীকে লঞ্চ থেকে বের করে দিতে লঞ্চের স্টাফ ও আনসারদের ডাকে। পাশাপাশি
অকথ্য ভাষায় গালাগালি করা হয়। যাত্রী সাদ্দাম এর প্রতিবাদ করায় শাহজাহানসহ লঞ্চের অভিযুক্তরা তাকে এলোপাতাড়ি মারধর করে রক্তাক্ত করেন।

এছাড়াও লোহার রড দিয়ে পিটিয়ে জখম করে সাথে থাকা মোবাইল ও নগদ ৩ হাজার টাকা ছিনিয়ে নেন। এ ঘটনায় যাত্রী সাদ্দাম গতকাল মঙ্গলবার মামলা করলে বিচারক ওই আদেশ দেন
বরিশাল নৌ বন্দরের এক শ্রমিক জানান,প্রায় সময় এম ভি মানামী লঞ্চের যাত্রীরা লঞ্চের স্টাফদের দ্বারা হয়রানির শিকার হন।

  • ফেইসবুক শেয়ার করুন
     
Website Design and Developed By Engineer BD Network