নিজস্ব প্রতিবেদক ॥ বরিশালের নাট্যজন, সাংবাদিক মিন্টু বসু’র ২য় মৃত্যু বাষির্কী উপলক্ষে নানা কর্মসূচীর আয়োজন করেছে দেশের অন্যতম প্রাচীন নাট্য সংগঠক খেয়ালী গ্রুপ থিয়েটার। আগামী বৃহস্পতিবার সকালে বরিশাল মহাশশ্মানে মিন্টু বসুর স্মৃতিস্তম্ভে পুষ্পার্ঘ্য অপর্ণ, সন্ধ্যায় খেয়ালী গ্রুপ থিয়েটার মিলনায়তনে স্মরণ সভা ও মিন্টু বসুর নাটক সমগ্র বই এর মোড়ক উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। অনুষ্ঠানের সভাপতিত্বতা করবেন খেয়ালীর সভাপতি এ্যাড. সৈয়দ গোলাম মাসউদ বাবলু। অনুষ্ঠানে সবার উপস্থিতি কামনা করেছেন খেয়ালীর সাধারণ সম্পাদক দেবাশীষ চক্রবর্ত্তী।