আপডেট: অক্টোবর ৩, ২০১৯
মুক্তিযোদ্ধা আক্কাস হোসেনের হাতে চিকিৎসা সহায়তা তুলে দিলেন জেলা প্রশাসক বরিশাল। আজ ৩ অক্টোবর দুপুর ১ টায় রাহাত আনোয়ার হাসপাতালে। জাতির সূর্য সন্তান, ভাষা সৈনিক, বীর মুক্তিযোদ্ধা আক্কাস হোসেনকে হাসপাতালে দেখতে যান জেলা জেলা প্রশাসক ও মুক্তিযোদ্ধা সংসদ প্রশাসক বরিশাল, এস, এম, অজিয়র রহমান। এসময় তিনি মুক্তিযোদ্ধা সংসদ এর পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধা আক্কাস হোসেনের হাত চিকিৎসা সহায়তার জন্য ৫০ হাজার টাকার চেক প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ কুতুব উদ্দিন আহমেদ, মহানগর মুক্তিযোদ্ধা কমান্ডার মোখলেসুর রহমান, মুক্তিযোদ্ধা এনায়েত হোসেন চৌধুরী, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এম জি কবীর বুলু, ব্যবস্থাপনা পরিচালক রাহাত আনোয়ার হাসপাতাল, শারমিন আনোয়ার। আক্কাস হোসেন বেশ কিছুদিন ধরে শারীরিক বিভিন্ন অসুস্থতায় ভুগছিলেন। তিনি রাহাত আনোয়ার হাসপাতালে ভর্তি আছেন, তার অসুস্থতার খবর পেয়ে তাকে দেখতে আসেন জেলা প্রশাসক তিনি তার সার্বিক খোঁজ-খবর নেন, হাসপাতালের চিকিৎসকের সাথে আক্কাস হোসেন শারীরিক অসুস্থতার বিষয়ে কথা বলেন।