২৭শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, বুধবার

প্রকৃত জেলেরা কোন সহায়তা পায় না ঃ বরিশালে কর্মশালায় বক্তারা

আপডেট: অক্টোবর ৩, ২০১৯

  • ফেইসবুক শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক ॥ মৎস শ্রমিকের অধিকার ও সুরক্ষা নিশ্চিত করনে আমাদের সর্বদা ভালো চিন্তা করতে হবে। প্রকৃত মৎসজীবিদের আমাদের সহায়তা করতে হবে। দুঃখের বিষয় আজকাল প্রকৃত মৎসজীবিদের কোন সহায়তা করা হয় না। তাদের সহায়তা অন্য পেশার লোকেরা দুর্নিতীর মাধ্যমে নিয়ে যাচ্ছে। আমাদের উচিৎ প্রকৃত মৎসজীবিদের সার্বিক সহায়তা প্রদান করা। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় “মৎস শ্রমিকের অধিকার ও সুরক্ষাঃ জাতীয় এডভোকেসী ইস্যু নির্ধারণ ও বাস্তবায়নে করণীয় শীর্ষক” এক কর্মশালায় বক্তারা এ সব কথা বলেন। নগরীর হোটেল সিলভার স্পুনে বাংলাদেশ ইনষ্টিটিউট অব লেবার স্টাডিজ (বিল্স) এর আয়োজনে এবং ফ্রেড্রিক ইবার্ট স্টিফটুং (এফইএস) এর সহযোগীতায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ’র সমন্বয়কারী অ্যাড. এ.কে আজাদ এর সভাপতিত্বে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, জাতীয় শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সমাজ কল্যান সম্পাদক এস.এম. জাকির হোসেন, বিল্স এর সিনিয়র প্রোগ্রাম অফিসার মনিরুল কবির, এফ.ই.এস. বাংলাদেশ’র কর্মসূচীর সমন্বয়কারী অরুনদ্যুতি রানী,জাতীয় শ্রমিকলীগ বরিশাল জেলা কমিটির সভাপতি শাহজাহান হাওলাদার, জাতীয়তাবাদী শ্রমীক দল কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক এম জি ফারুক, বাংলাদেশ ক্ষুদ্র ও মৎসজীবী সমিতি বরিশাল জেলার সভাপতি হারুন অর রশিদ তালুকদার, জাতীয় শ্রমিক ফেডারেশন বরিশাল জেলা কমিটির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন চৌধুরী। ##

  • ফেইসবুক শেয়ার করুন
     
Website Design and Developed By Engineer BD Network