আপডেট: অক্টোবর ৩, ২০১৯
নিজস্ব প্রতিবেদক ॥ ফু য়াং ফুডস লিমিটেড বরিশালের ১২ কর্মকর্তা-কর্মচারীকে হুমকি দিয়ে জোড় পূর্বক চাকুরী থেকে বরখাস্ত করার অভিযোগ পাওয়া গেছে। এছাড়াও এই কর্মকর্তাদের অকত্থ ভাষায় গালিগালাজ করা হয়েছে বলে জানা গেছে। এই ঘটনায় কোতয়ালী মডেল থানায় একটি সাধারণ ডায়েরীও করা হয়েছে। ফু য়াং ফুডস লিমিটেডের বরিশাল অফিসের বরখাস্ত হওয়া কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, ‘আমি সহ আমার সহকর্মী কোম্পানীর এসআর মিজানুর রহমান, শফিকুল ইসলাম, গাজী মো: সুজন, আব্দুল্লাহ আল নাহিয়ান, অলিউল ইসলাম, সিনিয়র অফিসার মেহেদী হাসান, মোস্তাফিজুর রহমান, অফিসার মোস্তাফিজুর রহমান, সহকারি ব্যবস্থাপক রফিকুল ইসলাম, পারভেজ খান এবং উপ ব্যবস্তাপক মোস্তফা জামালকে কোনো নোটিশ ছাড়াই বরখাস্ত করা হয়েছে। ২৯ সেপ্টেম্বর ফু য়াং ফুডস লিমিটেডের হেড অব সেলস সাইফুল আলম বরিশাল এসে কোম্পানীর অফিস পরিদর্শন করে। পরবর্তীতে ১২ জন কর্মকর্তা-কর্মচারীকে সাইফুল আলম অবসর নিতে বলেন। একপর্যায়ে আমরা বরখাস্তের কারণ জানতে চাইলে আমাদেরকে তিনি অকত্থ ভাষায় গালাগাল করে। সাইফুল আলম আমাদেরকে বহিষ্কার করে তার নিজের লোক সেখানে চাকুরী দেবে বলে জানায়। পরবর্তীতে ফু য়াং অফিসে অবস্থানকালে বুধবার অফিসে এসে সাইফুল আলম পুনরায় গালাগালি করে এবং বরখাস্ত করে ১২জন কর্মকর্তা কর্মচারীকে। এদিকে কোম্পানীর পক্ষ থেকে বরখাস্ত হওয়া কর্মকর্তা কর্মচারীদের অঙ্গীকারনামা দিয়েছেন কোম্পানীর হেড অব সেলস সাইফুল আলম। তিনি ওই অঙ্গীকারনামায় উল্লেখ করেন, ‘বুধবার বরিশাল শাখা মিটিং এ এসে অত্র শাখার মোট ১২ কর্মকর্তা ও কর্মচারী আমার নির্দেশে বলপূর্বক চাকরী হতে অব্যহতি দেওয়ার জন্য বলি। যেহেতু তারা দীর্ঘদিন কর্মরত ছিলো তাই তাদের বেতনের টাকা এবং কোম্পানীর পিএফ ফান্ডের ঠাকা আমার নিজ দায়িত্বে ৫ অক্টোবরের মধ্যে পরিশোধ করিতে বাধ্য থাকিবো।’ এদিকে এই বিষয়ে জানতে ফু য়াং ফুডস লিমিটেডের হেড অব সেলস সাইফুল আলম জানান, এদেরকে বরখাস্ত নয়, কিছু লোকজনকে ঢাকায় বদলি করা হয়েছে। এছাড়া আর কিছুই নয়।##