আপডেট: অক্টোবর ৩, ২০১৯
‘ঝুম’-খ্যাত সংগীতশিল্পী মিনার হাজির হলেন তার নতুন গানচিত্র নিয়ে। নাম ‘নেই’। আজ এটি প্রকাশ পায় সিএমভি’র অফিসিয়াল ইউটিব চ্যানেলে। মেহেদী হাসান লিমনের কথায় গানটির সুর করেছেন নাজির মাহমুদ আর সংগীতায়োজন করেছেন মুশফিক লিটু।
গানটির গল্পনির্ভর ভিডিও নির্মাণ করেছেন মাহমুদুল হাসান। এতে মডেল হয়েছেন লরেন ম্যান্ডেস ও যাহের আলভী।
নির্মাতা মাহমুদুল হাসান বলেন, ‘গানের কথার রেশ ধরে একটি গল্প বলার চেষ্টা করেছি আমরা। মৃত্যু কেমন করে একটি অনবদ্য প্রেমের ইতি টানে, সেই গল্পটাই রয়েছে এখানে। গানটি অসম্ভব সুন্দর। মডেলরাও ভালো অভিনয় করেছেন। আশা করছি সবার হৃদয়ে ভালোবাসার নীল বেদনা ছড়াবে কাজটি।’