• ১১ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২৬শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

মিন্টু বসু’র সমাধিতে সংস্কৃতি পরিষদ’র পুস্পস্তাবক অর্পণ

report71
প্রকাশিত অক্টোবর ৩, ২০১৯, ১৮:০৩ অপরাহ্ণ
মিন্টু বসু’র সমাধিতে সংস্কৃতি পরিষদ’র পুস্পস্তাবক অর্পণ

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশালের নাট্যজন, সাংবাদিক মিন্টু বসু’র ২য় মৃত্যু বাষির্কী উপলক্ষে তার সমাধিতে পুস্পস্তাবক অর্পণ করেছে বিএম কলেজের অন্যতম সংগঠন সংস্কৃতি পরিষদ। বৃহস্পতিবার সকালে বরিশাল মহাশশ্মানে মিন্টু বসুর স্মৃতিস্তম্ভে এই পুষ্পার্ঘ্য অপর্ণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন সাংবাদিক মিন্টু বসুর সহ ধর্মীনি কল্পনা বসু, মুক্তি বসু চৌধুরী, খেয়ালীর সভাপতি এ্যাড. সৈয়দ গোলাম মাসউদ বাবলু, সাবেক সভাপতি এ্যাড. নজরুল ইসলা চুন্নু, অধ্যক্ষ বিমল চক্রবর্ত্তী, সাধারণ সম্পাদক দেবাশীষ চক্রবর্ত্তী, সাবেক সাধারণ সম্পাদক সিরাজুম মুনির টিটু, গণশিল্পী সংস্থার সাধারণ সম্পাদক সাঈদ পান্থ, সংগঠনের সভাপতি নুপুর ও সাধারণ সম্পাদক তারিকুল ইসলামসহ সংস্কৃতি পরিষদ, খেয়ালীর কর্মী-সংগঠকরা। এরপর আগে মিন্টু বসুর স্মৃতিস্তম্ভে পুষ্পার্ঘ্য অপর্ণ করেন দেশের অন্যতম প্রাচীন নাট্য সংগঠক খেয়ালী গ্রুপ থিয়েটার।