• ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

সিয়াম-মিম জুটিতে রাফির নতুন সিনেমা

report71
প্রকাশিত অক্টোবর ৩, ২০১৯, ০৪:৩৩ পূর্বাহ্ণ
সিয়াম-মিম জুটিতে রাফির নতুন সিনেমা

‘পোড়ামন-২’ নির্মাণ করে আলোচনায় আসেন পরিচালক রায়হান রাফি। এদিকে আরও বেশ কিছু নতুন সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন তিনি।

এবার সিয়াম ও মিমকে জুটি করে নতুন সিনেমা বানাতে যাচ্ছেন পরিচালক রায়হান রাফি। এর আগে ‘পোড়ামন-২’ নির্মাণ করে আলোচনায় আসেন তিনি। এরপর তিনি নির্মাণ করেন ‘দহন’।
নতুন সিনেমা প্রসঙ্গে গণমাধ্যমকে রাফি বলেন, ‘সিয়াম ও মিমকে নিয়ে নতুন ছবিটি নির্মাণ করব। ২৬ অক্টোবর থেকে শুটিং শুরু করব।’

মিম-সিয়াম ছাড়াও আরও চমক থাকছে বলে জানিয়েছেন পরিচালক। তবে তা এখনই বলতে চান না তিনি। এ মাসেই মহরত অনুষ্ঠানে দর্শকদের সামনে চমক উপহার দেবেন তিনি।

রাফি’র ‘পোড়ামন-২’ ও ‘দহন’ সিনেমার নায়ক ছিলেন সিয়াম। অপরদিকে মিমকে নিয়ে তিনি নির্মাণ করছেন ‘পরান’ সিনেমা।