• ১১ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২৬শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

২০ বছরে ও সংস্কার হয়নি রাজাপুর শুক্তাগড় ইউনিয়ন এর মোল্লারহাট – হাজিরহাট সড়ক,

report71
প্রকাশিত অক্টোবর ৩, ২০১৯, ১৮:৫০ অপরাহ্ণ
২০ বছরে ও সংস্কার হয়নি রাজাপুর শুক্তাগড় ইউনিয়ন এর মোল্লারহাট – হাজিরহাট সড়ক,

টানা ১০ বছর আওয়ামিলীগ ক্ষমতায় থাকার পরে ও রাজাপুর উপজেলা শুক্তাগড় ইউনিয়নে কোনো উন্নয়ন মূলক কাজ করেন নি ঝালকাঠি- ১ আসন এর সংসদ সদস্য বজলুল হক হারুন। বরিশাল, ঝালকাঠির জেলায়, ব্যাপক উন্নয়ন হলে ও উন্নয়েন ছোয়া এসে পৌছেনি, রাজাপুর কাঠালিয়ার

জনসাধারন এর ভাগ্যে। বিশেষ করে ২০ বছরে শুক্তাগড় ইউনিয়নে কোনো রকম উন্নয়ন মূলক কর্ম কান্ড করেনি, রাজাপুর- কাঠালিয়া ১ আসন এর সংসদ সদস্য ও দলের নেতা কর্মীরা । রাজাপুর উপজেলা আওতাধীন শুক্তগড় ইউনিয়ন এর ৭ নং ওয়ার্ড নারিকেলবাড়ীয়া মোল্লারহাট সংলগ্ন হতে হাজিরহাট এর এই সড়কে প্রায় ২ হাজার মানুষের যোগাযোগ এর একমাত্র মাধ্যম এই কাচা রাস্তা। একটি কমিনিউটি ক্লিনিক ও জাফরাবাদ আলিম মাদরাসা রয়েছে এই রাস্তা সংলগ্ন, শিক্ষক, শিক্ষার্থী ডাক্তার, রুগীর ও এলাকার জনসাধারণের পোহাতে হচ্ছে চরম ভোগান্তি। চলাচল এর উপযোগী না হওয়ায় এলাকায় জনসাধারণ তিব্র নিন্দা ও খোপ প্রকাশ করেছেন, এবং উপজেলায় দপ্তরের হস্তক্ষেপ কামনা করেছেন।