• ১৬ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩রা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ


আমি উল্লাস বলি তারে..

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত অক্টোবর ৪, ২০১৯, ০৪:৪৪ পূর্বাহ্ণ
আমি উল্লাস বলি তারে..

এই আলো যেন কালো
মন মস্তিষ্ক যেথা সন্ধিক্ষণ ,
বারেবার লয় পারাবার
হয় হেথা জন চিত্তচেরা রব।

তব এই কি বিচক্ষণ!
চল পালাই বলে থামা
রগচাপা বক্ষে মালিশ চলা ,
আবার জড়ায় হাহাকার
তবু শানিত অন্তর নেয় নাহি নিস্তার।

পাও কি প্রিয় যা চাও আজও!
ক্লান্ত করো সাদা চোখ
যা পেয়েছো তবে জয় ভাবো তারে
না পাওয়ায় করো ভোগ।

যা আমার হয়নারে
যা আমি আসি ছেড়ে
লই না ধুলোভার
উল্লাস বলি তব
আমি উল্লাস বলি তারে
আমি উল্লাস বলি তারে…।

(ফেসবুক থেকে সংগৃহীত)