২৪শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, রবিবার

ক্যারাম বোর্ড নিয়ে ঝামেলার জেরে স্ত্রীকে তিন তালাক!

আপডেট: অক্টোবর ৪, ২০১৯

  • ফেইসবুক শেয়ার করুন

স্ত্রীকে তিন তালাক দেওয়ায় মামলা দায়ের হল এক ব্যক্তির বিরুদ্ধে। ভারতের রাজস্থানের বারান জেলাতে ঘটেছে ঘটনাটি।

গত মঙ্গলবার স্বামীর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন আনতা শহরের বাসিন্দা ২৪ বছরের শাবরুন্নিসা। তার অভিযোগ, ক্যারাম বোর্ড নিয়ে ঝামেলার জেরে তাকে তাত্‍‌ক্ষণিক তিন তালাক দিয়েছেন স্বামী শাকিল আহমেদ।
স্বামীর বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার অভিযোগ আনার পর বাবা-মায়ের কাছে থাকছিলেন শাবরুন্নিসা। তার সঙ্গেই থাকে তার ছেলে। একদিন বাড়ি ফেরার পথে রাস্তায় তার স্বামী তার পথ আটকান। ছেলের জন্য একটি ক্যারাম বোর্ড এনেছিলেন তিনি। সেটি নিতে বলেন স্ত্রীকে। কিন্তু তিনি তা নিতে অস্বীকার করায় রাগের চোটে শাকিল শাবরুন্নিসাকে তিন তালাক দেয়।

উল্লেখ্য, গত ৩০ জুলাই তিন তালাককে অপরাধের তকমা দিয়ে আইন পাশ হয়েছে ভারতের সংসদে। সেই মুসলিম ওমেন প্রটোকশন অফ রাইটস অন ম্যারেজ অ্যাক্ট, ২০১৯’র আওতায় শাকিলের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

  • ফেইসবুক শেয়ার করুন
     
Website Design and Developed By Engineer BD Network