আপডেট: অক্টোবর ৪, ২০১৯
সম্প্রতি একটি হাসপাতালের অনুষ্ঠানে গিয়েছিলেন বলিউডের আলোচিত অভিনেত্রী আলিয়া ভাট। স্বভাবতই তিনি সেখানে পৌঁছতে না পৌঁছতেই ছবি তোলার হিড়িক পড়ে যায় আলোকচিত্রীদের মধ্যে।
তাদের মধ্যে অনেকেই আলিয়ার নাম ধরে চেঁচাতে শুরু করলে অভিনেত্রী নিজেই চিৎকার করে ‘সাইলেন্স প্লিজ’ বলে সকলকে চেঁচাতে বারণ করেন। মনে করিয়ে দেন সেটি হাসপাতাল। সুতরাং চেঁচামেচি সেখানে একেবারেই অনুচিত।
তবে পাপারাৎজিকে ধমকালেও তাদের ছবি যাতে ভাল হয়, তার জন্য অনেকক্ষণ ধরেই পোজ দিয়েছেন অভিনেত্রী।
আলিয়ার এই দায়িত্বশীল রূপ দেখে অনেকেই তার প্রশংসা করছেন।
অন্যদিকে, তার চেঁচিয়ে ‘সাইলেন্স’ বলা নিয়েও হাসাহাসি করেছেন একটি দল।