২৪শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, রবিবার

কত টাকার মালিক মিমি চক্রবর্তী?

আপডেট: অক্টোবর ৫, ২০১৯

  • ফেইসবুক শেয়ার করুন

অনেকেই তারকাদের সম্পত্তির হিসেব জানতে চান। কোটি কোটি টাকা, গাড়ি বাড়ি আর কত কি থাকে নায়ক-নায়িকাদের। এসব নিইয়ে আগ্রহ কম নয় ভক্তদের। বাংলা ছবির জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী এবার যাদবপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল থেকে সংসদ নির্বাচিত হয়েছেন। তার সম্পত্তি কেমন ছিল?

প্রার্থী হওয়ার সময় তাঁর স্থাবর সম্পত্তির ১ কোটি ২৪ লক্ষ টাকা। ১ কোটি ১৯ লক্ষ টাকা দামের একটি ফ্ল্যাট রয়েছে। পাশাপাশি ১৯ লাখ টাকার গাড়ির ঋণও রয়েছে তাঁর নিজের নামে। স্থাবর সম্পত্তির মধ্যে তাঁর হাতে আছে ২৫ হাজার টাকা ও ব্যাঙ্কে আছে ৭১ লাখ ৯০ হাজার টাকা। আর বিভিন্ন ফান্ডে প্রায় ৫০ হাজার টাকার বিনিয়োগ করেছেন মিমি।

এছাড়া তার কাছে সোনা আছে ২৭১ গ্রামের মতো। ২০১৭-১৮ সালে তাঁর রোজগার ছিল ১৫ লাখ ৩৯ হাজার টাকা।

বিগত নির্বাচনে প্রার্থী হিসেবে মিমির নাম ঘোষণা করে চমক দেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।

  • ফেইসবুক শেয়ার করুন
     
Website Design and Developed By Engineer BD Network