অন্ধকার অতীত পেরিয়ে অনেক লড়াই করে পায়ের তলার মাটি শক্ত করেছেন তিনি। পর্ন ছবির নায়িকা থেকে আজ তিনি বলিউডের জনপ্রিয় মুখ। অতীত নিয়ে আজ আর ভাবিত নন সানি লিওন। স্বামী আর তিন সন্তান নিয়ে এখন সুখের সংসার বলিউডের বেবি ডলের।
সম্প্রতি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সঙ্গেও নিজেকে সম্পৃক্ত করছেন সানি লিওন। এবার তিনি ক্যানসার আক্রান্ত রোগীদের জন্য তহবিল সংগ্রহ করতে নিজের আঁকা ছবি নিলামে তুলেছেন।
জানা যায়, ক্যানসার আক্রান্ত রোগীদের জন্য তহবিল সংগ্রহ করতে সম্প্রতি একটি প্রচারণায় অংশ নেন বলিউড সেনশেসন সানি লিওন। সেখানেই নিজের আঁকা ছবি নিলামে তুলেন তিনি। খবর-হিন্দুস্তান টাইমস’র।
ক্যাম্পেইনে যোগদান সম্পর্কে সানি লিওন বলেন, ‘ব্যক্তিগত খরচেই তিনি এ ক্যাম্পেইনে অংশ নিয়েছেন। তার বাবা ক্যানসার আক্রান্ত হয়ে মারা যান। তিনি তার এ অভিজ্ঞাতার কথা ক্যানসার রোগীদের জানাতে চান, যাতে তারা এ রোগের বিরুদ্ধে যুদ্ধ করতে পারেন।’
মিড ডে পত্রিকাকে দেয়া সাক্ষাতকারে তিনি বলেন, ‘আমি আমার বাবাকে হারিয়েছি। তিনি ক্যানসারের রোগী ছিলেন। তাই মন থেকেই আমি এ উদ্যোগের সাথে একাত্ম হয়েছি। ক্যানসার বিষয়ক সচেতনা সৃষ্টির মধ্য দিয়ে এবং আর্থিকভাবে যদি অন্তত একজন মানুষকেও সহায়তা করতে পারি সেটিই হবে আমার একটি অর্জন।’