২রা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, শনিবার

মাফিয়া জি,কে শামীমের একান্ত সহযোগী মিন্টুর হামলার শিকার যুবলীগ নেতা জুয়েল।

আপডেট: অক্টোবর ৬, ২০১৯

  • ফেইসবুক শেয়ার করুন

আজ আনুমানি রাত সাত টায় যুবলীগের কেন্দ্রীয় কমিটির কার্য নির্বাহী সদস্য নাজমুল হোসেন জুয়েল যুবলীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে ফেরার পথে জি,কে শামীমের একান্ত সহযোগী সর্দার মোহাম্মদ আলী মিন্টু ও তার সহযোগীরা জুয়েলর উপর ব্যাপক হামলা করে। নাজমুল হোসেন জুয়েল যুবলীগের কেন্দ্রীয় কমিটির একজন ক্লিন ইমেজর যুবনেতা। রাজপথে থেকে জুয়েল দলের জন্য নিবেদিত ভাবে কাজ করে যাচ্ছেন।যুবলীগে জুয়েলের ব্যাপক সুনামও আছে। মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা দূর্নীতি দমন অভিযান ঘোষণা দিলে জি,কে শামীম সহ যুবলীগের আনেক দুর্নীতিবাজ টেন্ডারবাজ ও কেসিনো জুয়ারি ধরা পড়ে। নাজমুল হোসেন জুয়েল সাহসীকতার সাথে বিএনপি আগত জি,কে শামীমের সহযোগী মোহাম্মদ আলী মিন্টুর সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে আর তাতেই মিন্টু ভিতর জুয়লকে মেরা ফেলার নেশা কাজ করে। আজ যুবনেতা জুয়েলকে একা পেয়া হত্যার উদ্দেশ্যে হামলা করে, জুয়েলের বুকের পাজরের দুটি হাড় ভেঙে যায় ও মাথায়, পিঠে, পায়ে ব্যাপক আগাত পায়। বর্তমানে জুয়েল ঢাকা মেডিকেল চিকিৎসাধীন আছে। এই ঘটনা কেন্দ্র করে যুবলীগর কেন্দ্রীয় নেতার এখন ঢাকা মেডিকেলে আছেন তাদের কাছে জনতে পারি তারা জি,কে শামীম সহযোগী মিন্টু এবং আজ্ঞাত যারা ছিলেন তাদের বিরুদ্ধে মামলা দিবেন। জুয়েলকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাহিরে নেওয়া হতে পারে, নাজমুল হোসেন জুয়েল আবস্থা খুবই আশংকা জনক।যুবলীগের কেন্দ্রীয় নেতারা এই ঘটনায় ব্যাপক ক্ষোভ প্রকাশ করে।

  • ফেইসবুক শেয়ার করুন
     
Website Design and Developed By Engineer BD Network