২রা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, শনিবার

সালমান খানকে খুনের হুমকি, গ্রেফতার ২

আপডেট: অক্টোবর ৬, ২০১৯

  • ফেইসবুক শেয়ার করুন

বলিউড সুপারস্টার সালমান খানকে খুনের হুমকি দেওয়ার অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে ভারতের পুলিশ। যারা হুমকি দিয়েছিলেন তাদের নাম জ্যাকি বিষ্ণোই ওরফে লরেন্স বাবল ও জগদীশ। এমনটাই জানিয়েছেন ভারতের জোধপুর চপাসানি থানার অফিসার। প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে, এই দু-জনই গাড়ি চুরি ও মাদকের চক্রের সঙ্গে জড়িত।

১৬ সেপ্টেম্বর এক ফেসবুক পেজ থেকে জ্যাকি সালমানকে খুনের হুমকি দেয়। এই হুমকির পেছনে আছে সালমানের বিরুদ্ধে ‘কৃষ্ণসার হরিণ হত্যা মামলা’। সেখানে বলা হয়, ‘সালমান ভারতীয় আইনবিধি থেকে মুক্তি পেতে পারেন। কিন্তু বিষ্ণোই সম্প্রদায়ের আইন থেকে তার মুক্তি নেই।’
সালমানকে হুমকি দিয়ে ফেসবুকে একটি পোস্ট করে জ্যাকি। নিজের নামের আগে সে যোগ করে, ‘লরেন্স’। যাতে লোকজন ভাবে সে জোধপুরের কুখ্যাত ‘লরেন্স গ্যাং’-এর সঙ্গে জড়িত। আসল ঘটনা অন্য। এই দুই ব্যক্তি আসলে মাদক পাচার করতে দু‘টি গাড়ি চুরি করেছিল। সেই গাড়িদু‘টি বাজেয়াপ্ত করেছে পুলিশ। চোরাই গাড়ি নিয়ে মাদক পাচার করতে গিয়েই ধরা পড়ে এই দু’জন। পরে তাদের জেরা করতে গিয়ে পুলিশ জানতে পারে সালমানকে এরাই ফেসবুকে হুমকি দিয়েছিল।

  • ফেইসবুক শেয়ার করুন
     
Website Design and Developed By Engineer BD Network