✪ বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি \
বাবুগঞ্জে ওয়ার্কার্স পার্টির সম্মেলনে অধ্যাপক গোলাম হোসেন সভাপতি এবং শাহিন হোসেন সম্পাদক নির্বাচিত হয়েছেন। রোববার সন্ধ্যায় সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে ওয়ার্কার্স পার্টির সভ্য সদস্যদের (কাউন্সিলর) ভোটের মাধ্যমে নির্বাচিত হন তারা। নবনির্বাচিত সভাপতি বাবুগঞ্জ ডিগ্রী কলেজের ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান গোলাম হোসেন এর আগে জাতীয় কৃষক সমিতির বাবুগঞ্জ উপজেলা কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করতেন। এদিকে সম্পাদক শাহিন হোসেন ওয়ার্কার্স পার্টির উপজেলা কমিটির সদস্য ছাড়াও বাংলাদেশ যুবমৈত্রীর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। রোববার সকালে প্রধান অতিথি হিসেবে ওই সম্মেলন উদ্বোধন করেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান রাশেদ খান মেনন এমপি। #