২৪শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, রবিবার

অভিনয়ে ব্যতিক্রম আশনা হাবিব ভাবনা

আপডেট: অক্টোবর ৮, ২০১৯

  • ফেইসবুক শেয়ার করুন

অভিনয় করার ক্ষেত্রে সবাই নিজেকে ‘চুজি’ বলেই জাহির করেন। কিন্তু বাস্তবে অনেকের মধ্যে তার ছিটেফোঁটাও পাওয়া যায় না। যেনতেন কাজেই মেতে ওঠেন। এক্ষেত্রে একেবারেই ব্যতিক্রম আশনা হাবিব ভাবনা। অভিনয়ের ব্যাপারে ‘চুজি’ শব্দটি তার জন্য যথার্থই। বিশেষ করে নাটকের গল্প বাছাইয়ে। তেমনই একটি নাটকে সম্প্রতি অভিনয় করেছেন তিনি। নাটকের নাম ‘মাপকাঠি’। এটি রচনা করেছেন মাতিয়া বানু শুকু ও পরিচালনা করেছেন মো. রবিউল শিকদার। নাটকটি প্রসঙ্গে পরিচালক জানান, এখন নাটক নির্মাণের কোনোরকম ব্যাকরণই ব্যবহার করা হচ্ছে না। যে যার মতো যেভাবে খুশি নাটক রচনা করছেন, নির্মাণ করছেন। কিন্তু এ নাটকটি নির্মাণের ক্ষেত্রে ব্যাকরণ মেনে, জেনে, বুঝে কাজ করা হয়েছে। এ কারণেই এই নাটকটিকে এ সময়ের ব্যতিক্রম বলেও দাবি করেছেন তিনি। এ নাটকে অভিনয় প্রসঙ্গে ভাবনা বলেন, ‘সবাই জানেন আমি কী ধরনের কাজ করতে পছন্দ করি। মাপকাঠি তেমনই একটি নাটক। চেষ্টা করেছি ভালো করার। বাকিটা পর্দায় দেখবেন দর্শক।’ নাটকটি শিগগিরই একটি স্যাটেলাইট চ্যানেলে প্রচার হবে বলে নির্মাতা জানিয়েছেন।

  • ফেইসবুক শেয়ার করুন
     
Website Design and Developed By Engineer BD Network