আমতলী প্রতিনিধি।
দুই মেয়ের নামে অপবাদ দেয়ার প্রতিবাদ করায় মা পারুল বেগমকে পিটিয়ে মাথা ফাটিয়ে দিয়েছে প্রতিবেশীরা। আহত পারুলকে উদ্ধার করে স্বজনরা মঙ্গলবার সকালে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। ঘটনা ঘটেছে বরগুনার তালতলী উপজেলার অংকুজানপাড়া গ্রামের সোমবার রাতে।
জানাগেছে, উপজেলার অংকুজানপাড়া গ্রামের বাচ্চু মোল্লার দুই মেয়ের নামে প্রতিবেশী মাহতাব মুসুল্লী ও তার লোকজন দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের অপবাদ দিয়ে আসছে। সোমবার রাতে দুই মেয়ের মা পারুল বেগম এ অপবাদের প্রতিবাদ করে। এ নিয়ে প্রতিবেশী মাহতাব মুুসুল্লীর সাথে কথা কাটাকাটি হয়। এক পর্যায় প্রতিবেশী মাহতাব মুসুল্লী, মোস্তফা মুসুল্লী ও সজিব ক্ষিপ্ত হয়ে পারুল বেগমকে পিটিয়ে মাথা ফাটিয়ে গুরুতর জখম করে। মঙ্গলবার সকালে আহত পারুল বেগমকে স্বজনরা উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। এ ঘটনায় মঙ্গলবার তালতলী থানায় অভিযোগ দেয়া হয়েছে।
আহত পারুল বেগম কান্নাজনিত কন্ঠে বলেন, দুই মেয়ের নামে প্রতিবেশী মাহতাব মুসুল্লী ও তার পরিবারের লোকজন বিভিন্ন ধরনের অপবাদ দিয়ে আসছে। আমি এর প্রতিবাদ করায় আমাকে মেয়ে মাথা ফাটিয়ে দিয়েছে। আমি এর বিচার চাই।
আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার আলহাজ্ব হারুন অর রশিদ বলেন, আহত পারুল বেগমের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম রয়েছে। তাকে যথাযথ চিকিৎসা দেয়া হয়েছে।
তালতলী থানার ওসি শেখ শাহিনুর রহমান বলেন. অভিযোগ পেয়েছি। আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।