• ১১ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২৬শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

তামান্নাকে ২ কোটি রুপির আংটি উপহার ভক্তের!

report71
প্রকাশিত অক্টোবর ৯, ২০১৯, ১৬:১৬ অপরাহ্ণ
তামান্নাকে ২ কোটি রুপির আংটি উপহার ভক্তের!

দক্ষিণি সিনেমার জনপ্রিয় অভিনেত্রী তামান্না ভাটিয়া। ভারতের বিভিন্ন অঞ্চলের ছবিতে কাজ করে যাচ্ছেন তামান্না; বিশেষ করে তামিল ও তেলেগু ছবি। তবে ‘বাহুবলী’ ছবিতে অনবদ্য অভিনয় করে নিজেকে এক অনন্য উচ্চতায় নিয়ে যান এ অভিনেত্রী।

এবার ২ কোটি রুপির হিরের আংটি উপহার পেয়ে আলোচনায় এসেছেন তিনি।

জিনিউজের প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণির জনপ্রিয় অভিনেতা রাম চরণের স্ত্রী  কোনিডেলা সম্প্রতি তামান্নাকে  ৬২.৪ গ্রাম ওজনের একটি হিরের আংটি উপহার দিয়েছেন।  ‘সায়ে রা নরসিমা রেড্ডি’-র অভিনেত্রী তামান্না সেই ছবি নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করার পাশাপাশি  কোনিডেলাকে ধন্যবাদ জানাতে ভোলেননি এ অভিনেত্রী।

রিপোর্টে প্রকাশ, তামান্নাকে  উপহার দেওয়া সেই হিরের আংটির দাম ভারতীয় মুদ্রায় প্রায় ২ কোটি রুপি।