• ১৫ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৩০শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

বাকেরগঞ্জে বিভিন্ন পূজা মন্দির পরির্দশন করেন জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান

report71
প্রকাশিত অক্টোবর ৯, ২০১৯, ০৮:০৬ পূর্বাহ্ণ
বাকেরগঞ্জে বিভিন্ন পূজা মন্দির পরির্দশন করেন জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান

নিজেস্ব প্রতিবেদক,বাকেরগঞ্জ

বাকেরগঞ্জে বিভিন্ন পূজা মন্দির পরির্দশন করেন জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান। গতকাল দুপুরে বাকেরগঞ্জ শ্রী শ্রী পূজা মন্দির, মুখর্জ্যি বাড়ি পূজা মন্দির ও শ্যামপুরের নাটু বাবু বাড়ির পুজা মন্দির পরিদশর্ন শেষে জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান বলেন, উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে এক জোট হওয়ে দেশকে এগিয়ে নিতে হবে। এ সময় জেলার সব কয়টি পূজা মন্দির সুষ্ঠ ও সুন্দর পরিবেশে সম্পন্ন করতে পারায় সংশ্লিষ্ট সবাইকে ধ্যন্যবাদ জানিয়ে প্রতি বছর একই ধারাবাহিকতা বজায় রাখাতে সবাই কে অনুরোধ জানান।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের উপ-সচিব মো. শহিদুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাধবী রায়, সহকারী কমিশনার (ভূমি) তরিকুল ইসলাম, ওসি আবুল কালাম, পূজা কমিটির সাধারণ সম্পাদক অমল চন্দ্র শিবু, উপজেলা আ’লীগ যুগ্ন-সাধারণ সম্পাদক সৈয়দ মোজ্জামেল, বাকেরগঞ্জ শ্রী শ্রী পূজা মন্দির কমিটির সভাপতি বরুন সাহা, উপজেলা ছাত্রলীগ সভাপতি মো. সাইফুল ইসলাম ডাকুয়া, কাউন্সিলয়র সুজন দেবনাথ প্রমুখ।