নিজেস্ব প্রতিবেদক,বাকেরগঞ্জ
বাকেরগঞ্জে বিভিন্ন পূজা মন্দির পরির্দশন করেন জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান। গতকাল দুপুরে বাকেরগঞ্জ শ্রী শ্রী পূজা মন্দির, মুখর্জ্যি বাড়ি পূজা মন্দির ও শ্যামপুরের নাটু বাবু বাড়ির পুজা মন্দির পরিদশর্ন শেষে জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান বলেন, উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে এক জোট হওয়ে দেশকে এগিয়ে নিতে হবে। এ সময় জেলার সব কয়টি পূজা মন্দির সুষ্ঠ ও সুন্দর পরিবেশে সম্পন্ন করতে পারায় সংশ্লিষ্ট সবাইকে ধ্যন্যবাদ জানিয়ে প্রতি বছর একই ধারাবাহিকতা বজায় রাখাতে সবাই কে অনুরোধ জানান।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের উপ-সচিব মো. শহিদুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাধবী রায়, সহকারী কমিশনার (ভূমি) তরিকুল ইসলাম, ওসি আবুল কালাম, পূজা কমিটির সাধারণ সম্পাদক অমল চন্দ্র শিবু, উপজেলা আ’লীগ যুগ্ন-সাধারণ সম্পাদক সৈয়দ মোজ্জামেল, বাকেরগঞ্জ শ্রী শ্রী পূজা মন্দির কমিটির সভাপতি বরুন সাহা, উপজেলা ছাত্রলীগ সভাপতি মো. সাইফুল ইসলাম ডাকুয়া, কাউন্সিলয়র সুজন দেবনাথ প্রমুখ।