“ইউনিয়ন পর্যায়ে কমিউনিটি সাপোর্ট গ্রুপ (সিএসজি) প্রশিক্ষন” অাজ ১০ই অক্টোবর-বৃহস্পতিবার বাকেরগঞ্জ উপজেলার চরামদ্দি ইউনিয়নে “পশ্চিম চরামদ্দি কমিউনিটি ক্লিনিকে প্রশিক্ষনের অায়োজন করা হয়। পর্যায়ক্রমে ১৪টি ইউনিয়নের ৪৯টি কমিউনিটি ক্লিনিকে উক্ত প্রশিক্ষন করানো হবে। প্রতিটি কমিউনিটি ক্লিনিকে ৩ টি সাপোর্ট গ্রুপ রয়েছে। উক্ত প্রশিক্ষনে সাপোর্ট গ্রুপের দায়িত্ব কর্তব্য, কমিউনিটি ক্লিনিককে অারো গতিশীল করার জন্য তহবিল গঠন করা, সামাজিক মানচিত্র তৈরী এবং সমস্য চিহ্নিত করে বার্ষিক কর্মপরিকল্পনা তৈরী করা হয়। সহযোগিতায়ঃ সেভ দ্য চিলন্ড্রেন এবং সেইন্ট বাংলাদেশ।