আপডেট: অক্টোবর ১১, ২০১৯
শামীম আহমেদ \
বরিশালের আগৈলঝাড়ায় অভিযান চালিয়ে ইয়াবা সহ ব্যবসায়ি কলেজ ছাত্রকে গ্রেফতার করেছে বরিশাল র্যাব-৮ সদস্যরা।
থানার ডিউটি অফিসার এএসআই জাহিদুর রহমান জানান, বরিশাল র্যাব-৮ সদস্যরা সোর্সের মাধ্যমে নিশ্চিত হয়ে বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে দাসেরহাট এলাকা থেকে পারভেজ খলিফা (২০) কে ৯৫পিচ ইয়াবাসহ গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত পারভেজ মধ্য শিহিপাশা গ্রামের ফরিদ খলিফার ছেলে ও সরকারী শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ডিগ্রী কলেজের ছাত্র।
এ ঘটনায় শুক্রবার সকালে র্যাব ডিএডি আবুল কালাম আজাদ বাদী হয়ে আগৈলঝাড়া থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করেন।