বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার রীভা গাঙ্গুলী দাশ তিন দিনের সফরে বরিশাল এসেছেন। শুক্রবার বিকেলে তিনি আকাশপথে বরিশালে পৌঁছান। সন্ধ্যায় নগরীর নথুল্লাবাদে চারণ কবি মুকুন্দ দাস প্রতিষ্ঠিত কালীমন্দির পরিদর্শনে যান তিনি। মন্দিরে পূজা-অর্চনা শেষে সংলগ্ন ছাত্রাবাস ঘুরে দেখেন হাইকমিশনার।
শনিবার বরিশাল নগরীর ঐতিহাসিক স্থাপনা অপফোর্ড মিশন, মিয়াবাড়ির মসজিদসহ দর্শনীয় বিভিন্ন স্থান ঘুরে দেখার কথা রয়েছে তার। রোববার দিনভর পটুয়াখালী সফর শেষে সন্ধ্যায় বরিশাল থেকে লঞ্চযোগে ঢাকার উদ্দেশে রওনা হবেন তিনি। চারণ কবি মুকুন্দ দাসের কালীমন্দির পরিদর্শনকালে উপস্থিত ছিলেন জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি রাখাল চন্দ্র দে, সাধারণ সম্পাদক মানিক মুখার্জি, মহানগর পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক সুরঞ্জিত দত্ত, স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মো. জাহাঙ্গীর হোসেন, চিকিৎসক রণজিত খাঁ প্রমুখ।