• ১৬ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩রা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

মেহেন্দিগঞ্জ র্নিবাচনে ভোটারদের মাঝে নেই ভোটের আমেজ

report71
প্রকাশিত অক্টোবর ১১, ২০১৯, ১৩:৫১ অপরাহ্ণ
মেহেন্দিগঞ্জ র্নিবাচনে ভোটারদের মাঝে নেই ভোটের আমেজ

মনির দেওয়ান,মেহেন্দিগঞ্জঃÑআগামী ১৪ই অক্টোম্বর মেহেন্দিগঞ্জ উপজেলা পরিষদ র্নিবাচনকে ঘিরে প্রশাসনের মধ্যে দৌড়ঝাপ থাকলেও র্প্রাথীদের ঢিলেঢালা প্রচারনায় ভোটারদেও মধ্যে নেই কোন ভোটের আমেজ। বিভিন্ন প্রতীক নিয়ে ৬জন র্প্রাথী র্নিবাচনে অংশ গ্রহন করলেও বিএনপি ও জাতিয় র্পাটির রয়েছে একক র্প্রাথী। কিন্তু ক্ষমতাশীলদের অন্তকোন্দলের কারনে রয়েছে একাধীক প্রার্থী যার কারনে র্নিবাচনে হেরে যেতে পারে নৌকা প্রতীকের র্প্রাথী। স্থানীয় আওয়ামীলীগের নেতৃবৃন্ধ বলছে ভিন্নকথা উপজেলা পরিষদ র্নিবাচনে তৃনমুলের নেতা র্কমীদের অবমুল্লায়ন করে প্রার্থী বাছাই করাতে তাদেও মধ্যে ক্ষোভ রয়েছে কিন্তু নৌকা প্রতিকের বিপক্ষে কেউ নেই।জাতীয় র্পাটি নাঙ্গল ও বিএনপির ধানের শীষ প্রার্থীদেও দলীয় অন্তকোন্দল না থাকায় জয়ের পক্ষে তারা শত ভাগ আশাবাদি। দেশের দক্ষিনাঞ্চলের নদী বিচ্ছিন্ন দ্বীপাঞ্চল মেহেন্দিগঞ্জেই র্সব প্রথম (ইভিএম)ইলেকট্রিক ভোটার মেশিনে মাধ্যমে ভোটাররা ভোট প্রদান করতে যাচ্ছে। ২লক্ষ ১৮হাজার ৬শত ১৬জন ভোটর ওই উপজেলায় তারমধ্যে ১লক্ষ ১১হাজার ৩শত ৪৭জন পুরুষ ভোটার ও ১লক্ষ ৭হাজার ২শত ৬৯ জন মহিলা ভোটার ৯৯টি কেন্দ্রে ৫৭৭টি ভুতে ভোট গ্রহন চলবে।প্রতন্ত অঞ্চলের সাধারন মানুষের মধ্যে ইভিএম পদ্ধতি কি তাই বুঝতে পারছেনা অপর দিকে জেলা আঞ্চলিক র্নিবাচন কমিশনার মোঃ আলাউদ্দিনের তত্বাবধানে আজথেকে প্রতিটি ভোট কন্দ্রে চালু হচ্ছে( শিক্ষানবিস) ডামি ভোট প্রদান কি ভাবে একজন ভোটার তাদের ভোট র্নিভুল ও সহজে প্রদান করতে পারবে।ইভিএম পদ্ধতিতে এই প্রথম ভোট প্রদান মেহেন্দিগঞ্জ উপজেলায় তাই প্রশাসনের মধ্যে ব্যাপক প্রচার প্রচারনা লক্ষ করলেও ভোটারদেও মধ্যে নেই তেমন ভোটের আমেজ ।