২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

শিরোনাম
তেলবাহী লড়ি উল্টে গিয়ে আগুন লেগে এক জনের মৃত্যু। ভূমি বিষয়ক তথ্যাদি স্কুলের পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করার উদ্যোগ গ্রহণ করো হয়েছে-ভূমিমন্ত্রী মির্জা ফকরুলরা তারেক জিয়ার নির্দেশে জনগনের সাথে প্রতারনা ও তামশা করছে-আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিগ বার্ড ইন কেইজ: ২৫ শে মার্চ রাতে বঙ্গবন্ধুর গ্রেফতার  ঢাবি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে ১ কোটি টাকার বৃত্তি ফান্ড গঠিত হাইকোর্টের রায়ে ডিন পদে নিয়োগ পেলেন যবিপ্রবির ড. শিরিন জয় সেট সেন্টার’ থেকে মিলবে প্রশিক্ষণ, বাড়বে কর্মসংস্থান: পীরগঞ্জে স্পীকার বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস আগামীকাল টুঙ্গিপাড়ায় যাচ্ছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী, সকল প্রস্তুতি সম্পন্ন বিশিষ্ট রবীন্দ্র সংগীত শিল্পী সাদি মোহম্মদ আর নেই

রুবি জুবিলি মাতালেন মিম

আপডেট: অক্টোবর ১১, ২০১৯

  • ফেইসবুক শেয়ার করুন

দি মেট্রোপলিটন খ্রিস্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লি:-এর ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী (রুবি জুবিলি) উপলক্ষে রাজধানীর বসুন্ধরার আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠানে নাচ ও গানে দর্শক মাতান চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম ও সংগীতশিল্পী কনকচাঁপা

প্রতিষ্ঠানটির রুবি জুবিলি উদযাপন উপলক্ষে সম্প্রতি আয়োজিত এ অনুষ্ঠানে মিম ও কনকচাঁপা ছাড়াও ব্যান্ড দল সোলস, মীরাক্কেল খ্যাত আবুহেনা রনি, অনিমা মুক্তি গমেজ, প্রিয়াংকা র‌্যাচেল, শিপ্রা প্যারিশ, কিশোর ক্লডিয়াস দর্শকদের বিমোহিত করেন।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কার্ডিনাল প্যাট্রিক ডি রোজারিও, সিএসসি। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও গাজীপুর-৫ আসনের সাংসদ মেহের আফরোজ চুমকি। বর্ণিল এই আয়োজনে বীর মুক্তিযোদ্ধা, বিসিএস ক্যাডারসহ মোট ১৬টি ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখা ব্যক্তিদের সোসাইটির পক্ষ থেকে সম্মাননা প্রদান করা হয়।

মেহের আফরোজ চুমকি বলেন, ‘জীবন ক্ষণস্থায়ী। এই স্বল্প সময়ে আমরা যদি মানুষের জন্য কিছু করে রেখে যেতে না পারি তবে জীবন অর্থহীন।’

এমসিসিএইচএস লিমিটেডের চেয়ারম্যান আগস্টিন পিউরীফিকেশন বলেন, ‘৪০ বছর আগে ২৭জন সদস্য মিলে এই সোসাইটি শুরু করেন। আজ তাদের কাছে আমরা ঋণী। তাদের ক্ষুদ্র ক্ষুদ্র ত্যাগ ও ভালোবাসার ফসল আজকের এই ১৩শ কোটি টাকার হাউজিং সোসাইটি।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আগস্টিন পিউরীফিকেশন। সঞ্চালনা করেন সোসাইটির সেক্রেটারি ইমানুয়েল বাপ্পী মন্ডল।

  • ফেইসবুক শেয়ার করুন
     
Website Design and Developed By Engineer BD Network