• ২৩শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ , ৯ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

ছাত্ররাজনীতি নিষিদ্ধ : অপশক্তি মাথা চাড়া দিয়ে উঠবে -ছাত্রলীগের সভাপতি জয়

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত অক্টোবর ১২, ২০১৯, ১১:২১ পূর্বাহ্ণ
ছাত্ররাজনীতি নিষিদ্ধ : অপশক্তি মাথা চাড়া দিয়ে উঠবে -ছাত্রলীগের সভাপতি জয়

বুয়েটে ছাত্ররাজনীতি নিষিদ্ধ করা সমাধান নয় মন্তব্য করে ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি আল নাহিয়ান খান জয় বলেছেন, এতে অপশক্তি মাথা চাড়া দিয়ে উঠবে।

শনিবার (১২ অক্টোবর) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এ সময় তিনি বিষয়টি পুনর্বিবেচনার জন্য বুয়েট প্রশাসনকে আহ্বান জানান।

তিনি বলেন, ছাত্ররাজনীতি না থাকলে সেখানে অবশ্যই স্বাধীনতাবিরোধীরা মাথা চাড়া দিয়ে উঠবে। বিশ্ববিদ্যালয়ে ছাত্ররাজনীতি না থাকলে সেখানে স্বৈরতান্ত্রিক প্রক্রিয়া ঘটতে পারে। ছাত্ররাজনীতি বন্ধ করে কোনো সমস্যার সমাধান হতে পারে না।

তিনি আরও বলেন, সমস্যা থাকতে পারে। তবে তার সমাধানের পথ খুঁজে বের করে কাজ করলে ভালো হয়।

এসময় ছাত্ররাজনীতি বন্ধের বিষয়টি আরেকবার বিবেচনা করার জন্য বুয়েট কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানান তিনি।