আপডেট: অক্টোবর ১২, ২০১৯
নিজস্ব প্রতিবেদক:
বরিশাল শের –ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক বৃদ্ধ ডেঙ্গু রোগীর মৃত্যুর ঘটনা ঘটেছে।
মৃত আবদুল খালেক (৬৫) ভোলা সদর উপজেলার চরগাজি গ্রামের মৃত: নেজাবুল হক এর ছেলে।
হাসপাতালের পরিচালক ডাঃ মোঃ বাকির হোসেন জানান, শুক্রবার (১১ অক্টবর) আবদুল খালেক (৬৫) দুপুরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে অজ্ঞান অবস্থায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ভর্তি হন। পরে আজ শনিবার সকাল ৮ টায় মারা যান।
এনিয়ে বরিশাল শের–ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১২ ডেঙ্গু রোগীর মৃত্যুর ঘটনা ঘটেছে।