আপডেট: অক্টোবর ১৩, ২০১৯
নিজের ওয়ারড্রবে থাকা বেশকিছু পোশাক এবার বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলিউড তারকা দীপিকা পাড়ুকোনের। উদ্দেশ্য একটাই, এই পোশাক বিক্রির টাকা তিনি দান করবেন স্বেচ্ছাসেবী সংস্থা ‘লাইভ লাভ লাফ ফাউন্ডেশন’এ। যে সংস্থাটি কিনা মানসিক রোগীদের মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য কাজ করে থাকে।
বৃহস্পতিবার হয়ে গেল বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস। এই বিশেষ দিনেই, নিজের এই বিশেষ সিদ্ধান্তের কথা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানিয়েছেন দিপ্পি। জানিয়েছেন, তিনি তার বেশকিছু পছন্দের পোশাক বিক্রির সিদ্ধান্ত নিয়েছেন। যার জন্য একটি ওয়েবসাইট এনেছেন দীপিকা। যেখান থেকে কিনে নেওয়া যাবে দীপিকার এই সমস্ত পোশাক। আর এই পোশাক বিক্রির টাকা চলে যাবে ‘লাইভ লাভ লাফ ফাউন্ডেশন’এ।