• ১৫ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৩০শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

বাগদান ভাঙেনি, অভিমান : জলি

report71
প্রকাশিত অক্টোবর ১৪, ২০১৯, ১৬:২২ অপরাহ্ণ
বাগদান ভাঙেনি, অভিমান : জলি

বাগদান ভাঙেনি দুজনের মধ্যে মান-অভিমান হয়েছিল বলে জানিয়েছেন চিত্রনায়িকা জলি।

জলি বলেন, পৃথিবীর সব সম্পর্কের মধ্যেই মান-অভিমান হয়। আমাদের দুজনের মধ্যেও হালকা একটু মান-অভিমান হয়েছিল। দুজনের সম্পর্ক ভাঙনের পর্যায়ে যায়নি। কয়েক দিনের মধ্যেই সব ঠিকঠাক হয়ে গেছে।

এর আগে জলি তার বাগদান ভেঙে যাওয়ার খবর গণমাধ্যমকে জানিয়েছিলেন। ব্যবসায়ী আরাফাত রহমানের সঙ্গে জলি প্রেম করেছেন পাঁচ বছর। তার পর তাদের বিয়ের জন্য বাগদান হয়।

কিছু দিন আগে জলি বলেছিলেন, বাগদানের পর তার আর আরাফাতের মধ্যে সম্পর্ক নেই। তাদের মধ্যে যোগাযোগ নেই। এখন বলছেন মাঝে দুজনের কিছু দিন মান-অভিমান হয়েছিল। এখন সব ঠিক হয়ে গেছে।

চলতি বছরের ১৬ মে সন্ধ্যায় গুলশানের নিকেতনে জলির বাবার বাসায় তাদের বাগদান হয়। সেখানে উপস্থিত ছিলেন দুই পরিবারের লোকজন। সবার উপস্থিতিতে আরাফাত রহমান জলিকে আংটি পরিয়ে দেন।

কলকাতার নায়ক ওমের সঙ্গে ‘অঙ্গার’, আরিফিন শুভর সঙ্গে ‘নিয়তি’ ও শারিয়াজের বিপরীতে ‘মেয়েটি এখন কোথায় যাবে’ ছবিগুলোতে অভিনয় করে বেশ আলোচিত হয়েছেন জলি। শিগগির মুক্তি পাবে ‘ডেঞ্জারজোন’ ছবিটি। এতে জলির বিপরীতে অভিনয় করেছেন বাপ্পী চৌধুরী।