আপডেট: অক্টোবর ১৪, ২০১৯
রাকিব হাওলাদার বাকেরগঞ্জ,
বরিশাল অাজ ১৪ ই অক্টোবর ২০১৯ তারিখ বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার ১২ নং রঙ্গশ্রী ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান বশির উদ্দিন ইউনিয়ন পরিষদে যুবদের অনুরোদে যুবদের জন্য একটি অালাদা রুমের ব্যবস্থা করে দিলেন। বছরের শুরুর দিকে একদল তরুন তরুণী সুন্দর সমাজ গড়ার লক্ষ নিয়ে কাজ করা শুরু করে। সামাজিক কার্যক্রম পরিচালনার জন্য অনেক যুব এগিয়ে অাসলেও একত্রিত যুবদের বসার কোন জায়গা না থাকার অসুবিধে উপলব্ধি করে যুবরা। ফলে তারা সিদ্ধান্ত গ্রহন করেন যে চেয়ারম্যানের নিকট একটি রুমের জন্য অাবেদন করবে। তারই ধারাবাহিকতায় যুবরা চেয়ারম্যানের কাছে ইউনিয়ন পরিষদের একটি রুম যুবদের জন্য করে দেওয়া প্রার্থনা করেন স্থানীয় যুবরা। চেয়ারম্যান তাদের কাজ ও কাজ করার অাগ্রহ দেখে খুশি হয়ে যুবদের জন্য ইউনিয় পরিষদে একটি রুমের ব্যবস্থা করে দেন এবং সামাজিক কার্যক্রম চলিয়ে যাবার অাহবান জানান। যুবদের জন্য অালাদা একটি রুন পেয়ে স্থানীয় একজন যুব সদস্য মোঃ রুহুল অামিন বলেন ” অাগে অামাদের মিটিং বা বসার কোন জায়গা না থাকায় কাজ করে সমস্যা হত এখন অার সে সমস্যা থাকবে না। অামরা নিরবিগ্নে সমাজের সকলের জন্য কাজ করে যেতে পারবো”। তরুন সংগঠক শাহরিয়ার রিজভী বলেন “এটি অামাদের জন্য একটি বড় সাফল্য অামরা একটি রুম পাওয়াতে অামাদের সমাজিক কাজ করার ক্ষেত্রে অনেক সুবিধা হবে। এছাড়া অামার সপ্ন সকল কে সাথে নিয়ে বরাদ্দকৃত রুমটি সু সজ্জিত করবো। যেখানে থাকবে বই, বই পড়ার ব্যবস্থা দেয়ালে সজ্জিত হবে যুবদের করা বিভিন্ন সামাজিক কর্মকান্ডের চিত্র। রুমটি হবে তরুণ তরুণীদের সর্গরাজ্য। এটি দেখে অন্যান্য ইউনিয়নের যুবরাও সামাজিক কাজে উদ্ভূদ্ধ হবে হবে অামি মনে করি”। সকলে মিলে চেয়ারম্যান সাহেব কে ধন্যবাদ জানায়।